Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

বিষয়:-কবিতাকলমে:-সুদর্শন চট্টোপাধ্যায়তারিখ:-১৮.০৩.২০২১
             একটা এলোমেলো কবিতা
সাহিত্যের গা খুঁটে খুঁটে তোমাকেই খুঁজে চলেছি - কখনও রাবীন্দ্রিক ছন্দে, কখনও নজরুলের বিদ্রোহের দ্বন্দ্বে।স্মৃতি বলে যা কিছু সবই ইতিহাস হয়েছে,চে…

 


বিষয়:-কবিতা

কলমে:-সুদর্শন চট্টোপাধ্যায়

তারিখ:-১৮.০৩.২০২১


             একটা এলোমেলো কবিতা


সাহিত্যের গা খুঁটে খুঁটে তোমাকেই খুঁজে চলেছি - 

কখনও রাবীন্দ্রিক ছন্দে, কখনও নজরুলের বিদ্রোহের দ্বন্দ্বে।

স্মৃতি বলে যা কিছু সবই ইতিহাস হয়েছে,

চেতনা আর বিপ্লবের মধ্যে আবেগ বাসা বাঁধে -

শক্ত করে ধরে রাখে একে অপরকে।


লড়াইয়ের মাঠে নামার আগে রণসজ্জা প্রয়োজন - 

যেকোনো ব্যূহ রচনা পারেনা যুদ্ধ জয় করতে। 

দৃঢ় মুষ্ঠির তরোয়ালে ধার দিতে থাকি অনবরত - 

সে যে রক্ত লালসার তৃষ্ণার্ত বুকে কলিজার রক্ত খোঁজে।


সম্পর্কের হাতে হাত রাখলেই সম্পর্কের দৃঢ়তা আনে না- 

উভয়ের টানের পিপাসায় বুক ফাটা চিৎকার প্রয়োজন।

মোনালিসার চোখে চোখ রাখলে সকলেই প্রেমিক বা প্রেমিকা হয় না,

চোখের দৃষ্টির গভীরে প্রবাহিত হতে হয় একদৃষ্টে।


ভালোবাসা হারালে প্রতীক্ষা আর প্রতিজ্ঞায় মূল্য খোঁজে-

পাবলো পিকাসোর ভালোবাসা ভরা নারীত্বের বুক ভরা ছবি-

আর তাতেই বইয়ের পাতায় মুখ ডুবিয়ে অস্তিত্ব অবক্ষয়ের চিন্তা।

ল্যাবরেটরির সলিউশনে নিজেকে ডুবিয়ে রাসায়নিক গড়ে তোলার প্রচেষ্টা চলে।


সব একাকার হয়ে মিলেমিশে একদিন ধোঁয়া ওড়ায়-

চিন্তাকে চিন্তা করলে চিন্তার আস্ফালন বাড়ে-

বয়সের সাথে সাথে বয়স বাড়ে, স্মৃতির বিস্মৃতি ঘটে,

অবলুপ্ত ভাবনাকে টেনে নিজের প্রতি সহনশীল আর সংবেদনশীল গড়তে হয় বারে বারে।।

                  ------------0-----------