Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক কবিতা বিভাগ-কবিতা শিরোনাম -বসন্ত এসে গেছেশিরোনাম -অপর্ণা চক্রবর্তীতারিখ -২৭৷০২৷২০২১
আকাশ বাতাস জানান দিচ্ছে বসন্ত এসে গেছেগাছের পাতা ঝরার মর্মর ধ্বনি শোনা যাচ্ছে।নব কিশলয়ের আগমনে বৃক্ষেরা হরিৎ বর্ণে সজ্জিতগাছে গাছে পাখিদের…

 


দৈনিক কবিতা 

বিভাগ-কবিতা 

শিরোনাম -বসন্ত এসে গেছে

শিরোনাম -অপর্ণা চক্রবর্তী

তারিখ -২৭৷০২৷২০২১


আকাশ বাতাস জানান দিচ্ছে বসন্ত এসে গেছে

গাছের পাতা ঝরার মর্মর ধ্বনি শোনা যাচ্ছে।

নব কিশলয়ের আগমনে বৃক্ষেরা হরিৎ বর্ণে সজ্জিত

গাছে গাছে পাখিদের কলকাকলিতে মুখরিত।

মাঝে মাঝে বসন্তের বাতাস গায়ে এসে আছড়ে পডছে

কানে কানে চূপিসারে কত কি সব কইছে

কোকিলেরা কুহুতানে বিরহের গীত গেয়ে চলেছে

ব্যর্থ প্রেমিক প্রেমিকার হৃদয়ে বেদনার আগুন জ্বলছে।

ধীরে ধীরে শীতের আমেজ দেশ হতে বিদায় নিচ্ছে

আকাশ বাতাস বসন্তের সুবাসে সুবাসিত হচ্ছে

এমন মধুর লগ্নে নিজেকে নতুন করে রাঙিয়ে নিতে ইচ্ছে করছে

মনের সকল সুপ্ত বাসনা গুলো পুনরায় উঁকি দিচ্ছে।

কৃষ্ণচূড়া পলাশ শিমুল লাগিয়েছে বনে আগুন

সে আগুনের দগ্ধ কুহুতানে মুগ্ধ এই ফাগুন

বসন্তের দিনে প্রকৃতি সেজে ওঠে নিত্য নতুন ক্যানভাসে

চিত্রকর তার মনের চিত্র তুলে ধরার চেষ্টায় ভাসে উচ্ছ্বাসে।

নব বসন্তের আগমন প্রকৃতিকে দান করে এক অপরূপ সৌন্দর্য 

বসন্তের ঘ্রাণে অলিরা এসে গুনগুনিয়ে বাড়ায় তার মাধূর্য।

বসন্ত তোমার পরশে হরষিত হোক সবার মন প্রাণ

মোরা কেহ ভুলিব না কভু তোমার এমন দান।

ফাগুনের মাতাল পবনে সবার মনে লাগুক দোলা

সে দোলায় সবাকার হৃদয়ের দ্বার যেন থাকে সদা খোলা।