সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ : কবিতাশিরোনাম : বেকারত্বকলমে : প্রিয়াঙ্কা মন্ডলতারিখ : ২৬/০২/২০২১
জীবনে চরম বেকারত্ব,চারিদিক অন্ধকার ময়...প্রিয় মানুষের ছেড়ে যাওয়া,বহু কষ্টে মেনে নিতে হয়...
যাবার বেলায় চলেই গেলে,আমার কথা ভাবলে না...নতুন…
সৃষ্টি সাহিত্য যাপন
বিভাগ : কবিতা
শিরোনাম : বেকারত্ব
কলমে : প্রিয়াঙ্কা মন্ডল
তারিখ : ২৬/০২/২০২১
জীবনে চরম বেকারত্ব,
চারিদিক অন্ধকার ময়...
প্রিয় মানুষের ছেড়ে যাওয়া,
বহু কষ্টে মেনে নিতে হয়...
যাবার বেলায় চলেই গেলে,
আমার কথা ভাবলে না...
নতুন সাথী খুঁজে নিলে,
আমায় একবার জানালে না...
বেদনা ভরা নিঃসঙ্গ জীবন,
নেই কোন নতুনত্বের স্বাদ...
বেকার থেকে সকার হওয়া,
পরিশ্রম করে দিন রাত...
জীবনে যখন প্রতিষ্ঠা পেলাম,
ফিরে আসতে চাইলে তুমি...
অন্যের সাথে তোমায় দেখা,
আজও ভুলতে পারিনি আমি...
যখন আমি বেকার ছিলাম,
তুচ্ছ ভেবে করেছিলে পর...
আজ আমার সবই আছে,
হল না শুধু তোমার সাথে ঘর...