Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতাঃ-নিথর পিপাসাকলমেঃ-বিমান বিশ্বাসতারিখঃ-২৭/০২/২০২১
নগ্ন ভাবনার অসহায় রূপে, আজ আমি বড়ো ক্লান্ত!নইলে কেনো এমন হবে?নরম রোদের সোনালী বিকেল; শিশির ভেজা ভোরের স্নেহ; মধ‍্যাহ্নের উষ্ণতাআজ কেনো বড় অমলিন বলে মনে হ…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতাঃ-নিথর পিপাসা

কলমেঃ-বিমান বিশ্বাস

তারিখঃ-২৭/০২/২০২১


নগ্ন ভাবনার অসহায় রূপে, 

আজ আমি বড়ো ক্লান্ত!

নইলে কেনো এমন হবে?

নরম রোদের সোনালী বিকেল; শিশির ভেজা ভোরের স্নেহ; মধ‍্যাহ্নের উষ্ণতা

আজ কেনো বড় অমলিন বলে মনে হয়?


হৃদয়ের দেরাজ খুলে উঁকি দিয়ে দেখি,

অবহেলার অবিরাম পিকনিক!

উষর রুক্ষ মরু অনিদ্রা; বেদনাধৌত ওষ্ঠের মেঘপুঞ্জ;

প্রত‍্যাখ‍্যাত মিলনের অসুখ,

আজো কেনো খেলা করে

অতৃপ্ত মিলনের পিয়াসে!


নিঃশ্বাস আটকে, ফোঁটা ফোঁটা রক্ত ঝরে

পিপাসিত নয়নে।


আমি ঠিক বুঝি না, জানি না

জীবন ঠিক কি ভালোবাসে!

ওষ্ঠের আড়ালে পিপাসু আদর; বিষন্ন গোলাপ; নাকি

নিবিড় শিকড়ে আঁটা

প্রেয়সীর উষ্ণ তনু।


এ বুঝি আমার অনভিজ্ঞ ভাবনার 

এলোমেলো ভুল,

আমি না;

সুখের শাখা-প্রশাখায় ভাসতে চেয়েছিলেম।

ভাসতে চেয়েছিলম, জলের পাত্রকে সমুদ্র ভেবে কামনার শ্রাবণে।

বসন্তের রক্ত আভা সুখের সেই সুতনু আমার,

দুঃখ কুয়াশার চাদরে পড়ল ঢাকা।


আমি তো হৃদয় সুতোয় বাঁধতে চেয়েছিলেম, প্রিয়তমা রাজহংসীকে।

পেয়েও ছিলেম তাকে;

কিন্তু সে ছিল রুক্ষ মরুর মরীচিকা!

আর সুঢৌল বাসনার অতৃপ্ত স্বাদ,

যাকে পাওয়া নিছক নিথর কল্পনা ছাড়া কিছুই নয়।

সে যে অতৃপ্ত তৃষ্ণার চাতক পাখি!