Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন#ছোটো গল্প# মনস্তাপ
মেয়ের পরে যখন ছেলে হয়েছিল কেয়ার খুশিটা চাপা থাকে নি।রণ আবারও চেয়েছিল মেয়েই হোক, কিন্তু কেয়ার  সুপ্তবাসনা ছিল অন্য।রোজের দু'ঘন্টা করে ঠাকুর ঘরে সময় কাটানোও তো একটা অধ্যবসায়...! কাজ…

 


সৃষ্টি সাহিত্য যাপন

#ছোটো গল্প

# মনস্তাপ


মেয়ের পরে যখন ছেলে হয়েছিল কেয়ার খুশিটা চাপা থাকে নি।রণ আবারও চেয়েছিল মেয়েই হোক, কিন্তু কেয়ার  সুপ্তবাসনা ছিল অন্য।রোজের দু'ঘন্টা করে ঠাকুর ঘরে সময় কাটানোও তো একটা অধ্যবসায়...! কাজেই ঈশ্বর ;ভক্তের ডাকে সাড়া না দিয়ে পারেন! 


তাও দেখতে দেখতে বেশ কয়েকটা বছর পার হয়ে গেছে। মেয়ে তরীর এখন নয় আর ছেলে উজানের বছর পাঁচেক।

তথাকথিত সুখী সংসার বলতে যা বোঝায় তাই,হাসি,গল্প,আনন্দে দিনগুলো কেটে যাচ্ছে বেশ ওদের।

মেয়ে বাবা বলতে প্রাণ আর কেয়ার টানটা উজানের দিকে,বাইরে থেকে বোঝা না গেলেও কেয়ার অনুভূতি,বিবেক বলে সেই কথা!


আজ তরী উজানের  খুব আনন্দ, গতকাল রাতে ভালো করে ঘুমই হয়নি দু'জনের,কারণ আজ তারা মামাবাড়ি যাবে উপলক্ষ্য ছোটো মাসির বিয়ে!

তোরজোড় চলছে গত সাতদিন ধরে, ঠিক হয় কেয়া ওদের নিয়ে আগে চলে যাবে কারণ রণের অত আগে থেকে ছুটি নেওয়া সম্ভব নয়।


ওরা ট্রেন থেকে যখন কাটোয়া নামল তখন দুপুর গড়িয়ে গেছে। ট্রেনটা ভুগিয়েছে খুব, অফিস থেকে রণ বারংবার খবরও নিয়েছে কেয়ার কাছে,দুটো বাচ্চা নিয়ে ,ট্রলি নিয়ে কেয়ার কাছে একটু চাপই হয়ে গেছে... তবুও কি আর করা,রণের অফিসে কাজের প্রেসারের জন্য কেয়াই বলল "আমার যেতে কোনো অসুবিধা হবে না_জন্মস্থানের টানই আলাদা,ফুল অফ এনার্জী নিয়ে ঠিক পৌঁছে যাব , তুমি ভেবোনা"-অগত্যা ...রণ আর কথা বাড়ায়নি।


ওরা যখন লঞ্চ পার হওয়ার জন্য ঘাটে আসে তখন সূর্যের আলো স্তিমিত হয়ে অস্তরাগের সাথে পশ্চিমের আকাশে একটুকরো কাজলের ছোঁয়াচ লেগেছে,কেয়া প্রমাদ গুনল; বৈশাখ মাস হঠাৎ করে কালবৈশাখী উঠবে না তো!

লঞ্চে ভালোই ভীড়!লঞ্চ যখন মাঝ নদীতে প্রবল হাওয়ায় তোলপাড় শুরু হতেই হৈ হৈ শুরু হয়ে গেল ভেতর!

মাঝির গলায় আতঙ্ক...!সব স্থির হয়ে বসুন না হলে .....!

উজান,তরী মাকে আঁকড়ে ধরে আছে, কেয়ার বুকের ভেতর হাপর।

হঠাৎ করে একঝটকায় লঞ্চ পুরো কাত!


কেয়ার দম আটকে আসছে....ক্রমশ জড়িয়ে যাচ্ছে শাড়ি পায়ে....আর ততধিক জোরে জড়িয়ে ধরছে উজান ,তরী। তলিয়ে যাচ্ছে কেয়া!

সেই মুহুর্তে স্থির করে নিল ও.... বাঁচবে...!

ছাড়িয়ে দিল তরীকে! উজানের চুলের মুঠি ধরে এগিয়ে চলতে লাগলো পাড়ের দিকে.....!


#🖋️#স্বরূপা