#সৃষ্টি সাহিত্য যাপন
#গ্রামে ফেরার পথে
#সংহিতা মজুমদার(৩০.৩.২০২১)
গ্রামের রূপের শীতলতায় আসলো জুড়িয়ে বুকশহরের উষ্ণতায় প্রতিনিয়ত শুধুই যান্ত্রিক সুখ ।ফেরার পথের দু'ধারে দেখি ঘন পলাশ বন,তার রঙের ব্যাপ্তিতে আজ রাঙিয়ে দিলো মন ।
পলাশ…
#সৃষ্টি সাহিত্য যাপন
#গ্রামে ফেরার পথে
#সংহিতা মজুমদার
(৩০.৩.২০২১)
গ্রামের রূপের শীতলতায় আসলো জুড়িয়ে বুক
শহরের উষ্ণতায় প্রতিনিয়ত শুধুই যান্ত্রিক সুখ ।
ফেরার পথের দু'ধারে দেখি ঘন পলাশ বন,
তার রঙের ব্যাপ্তিতে আজ রাঙিয়ে দিলো মন ।
পলাশ শিমুলের রঙ আজ ছুঁয়েছে আকাশ,
তারই গন্ধ নিয়ে বয়ে চলে দক্ষিণা বাতাস,
শহরের গাড়ির ধোঁয়ার দূষণ বড়ো কষ্টকর,
এখানে দেখি গরুর গাড়ি চলে জীবনভর ।
সেই গরুর গাড়িতে চেপেই ফিরছি আজ গ্রামে,
এখনো প্রাণ আকুল আমার এই গ্রামেরই নামে।
রোজ সকালের চেয়ে আজ অন্য রকম লাগে,
মনের মধ্যে নবীন আশার আনন্দ যেন জাগে।
এ যেন এক অন্য সকাল এলো পলাশ গন্ধে,
দক্ষিণা বাতাসে শিহরণ লাগে আজ রন্ধ্রে- রন্ধ্রে।
ফেরার পথে মনে এলো গ্রামের পুরোনো স্মৃতি যত,
আমার গ্রাম আমার কাছে আজও স্বপ্নপুরীর মতো।
মাটির স্নিগ্ধ গন্ধ আমি,আমার গ্রামেতেই পাই,
এমন মধুর স্পর্শ মাটির কোনো শহরেই নাই,
গরুর গাড়ি ধীরে ধীরে গ্রামের পথ পেরিয়ে যায়,
মন এখন আমার উঠোন দালান দেখার অপেক্ষায় ।