Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ -কবিতাশিরোনাম -এমনই একজন মানুষকলমে -জয়ন্তী ভারতীতারিখ-২৮/০২/২০২১ 
আমার হাতের ওপর একটা শক্তপোক্ত হাতসে হাত বিশ্বাস, ভরসা এবং ভালোবাসার।না, এভাবে কেউ কোনদিনহাতের উপর হাত রেখে আমায়বলেনি----------ভালোবাসি ।ক…

 


সৃষ্টি সাহিত্য যাপন

বিভাগ -কবিতা

শিরোনাম -এমনই একজন মানুষ

কলমে -জয়ন্তী ভারতী

তারিখ-২৮/০২/২০২১ 


আমার হাতের ওপর একটা শক্তপোক্ত হাত

সে হাত বিশ্বাস, ভরসা এবং ভালোবাসার।

না, এভাবে কেউ কোনদিন

হাতের উপর হাত রেখে আমায়

বলেনি----------ভালোবাসি ।

কিন্তু তবুও আমার মনে হয়

এমনই একজন মানুষ আমার আছে।


রাতবিরেতে কেউ আমার কাছে আবদার করে নি

কবিতা শোনার জন্য।

কারো সাথে শুধু ভালোবাসার কথা বলে

সারা রাত কাটেনি আমার।

কিন্তু তবুও আমার মনে হয়

এমনই একজন মানুষ আমার আছে।


খুব কাছের মানুষ ভেবে কেউ

তার মনের কষ্ট আমায় কোনদিন বলেনি।

আমিও কখনো খুব আপন কেউ হয়ে

সারারাত না ঘুমিয়ে কারুর জন্য ব্যাকুল হয়নি।

কিন্তু তবুও আমার মনে হয়

এমনই একজন মানুষ আমার আছে।


আমাকে কেউ কোনদিন তার সমস্ত আবেগ দিয়ে

স্পর্শ করেনি,

আমিও কোনদিন কাউকে গভীরভাবে

কাছে পেতে চাই নি।

কিন্তু তবুও আমার মনে হয়

এমনই একজন মানুষ আমার আছে।


চলন্ত ট্যাক্সিতে, শপিংমলে, কফিশপে

কিংবা পার্কের সবুজ লনে

দিনেদুপুরে কেউ আমার সাথে গল্প করে নি।

কিন্তু তবুও আমার মনে হয়

এমনই একজন মানুষ আমার আছে।


হঠাৎ রেগে গিয়ে

বড় বড় চোখ করে চিৎকার করে

কেউ আমাকে বকে নি।

আবার কারো ওপর অভিমান করে

আমি কখনো অভিমানী জলে চোখ ভরিনি।

কিন্তু তবুও আমার মনে হয়

এমনই একজন মানুষ আমার আছে।


সে মানুষ আমার একান্ত আপন

খুব কাছের---খুব প্রাণের একজন।