সৃষ্টি সাহিত্য যাপন
"ক্যানভাসে আঁকা"।।মানিক পাল।রচনা কালঃ ২৭/১০/২০১৭ ***************************অবসরে ভাসে চোখে কত চেনা মুখ,কিছু কিছু স্মৃতি এসে জুড়ে বসে বুক।
কিছু কিছু গান আর কিছু কিছু খেলা,মনের আঙ্গিনায় এসে দিয়ে যায় দোল…
সৃষ্টি সাহিত্য যাপন
"ক্যানভাসে আঁকা"
।।মানিক পাল।
রচনা কালঃ ২৭/১০/২০১৭
***************************
অবসরে ভাসে চোখে কত চেনা মুখ,
কিছু কিছু স্মৃতি এসে জুড়ে বসে বুক।
কিছু কিছু গান আর কিছু কিছু খেলা,
মনের আঙ্গিনায় এসে দিয়ে যায় দোলা।
শৈশব-কৈশোরের স্মৃতিময় দিন,
কালের আবর্তে সব হয়েছে বিলীন।
কত মাঠ দিঘি আর ফুলের বাগান,
হয়েছে প্রাসাদ আর হাজারো দোকান।
পাড়ার সে বটতলা,সবুজ সে মাঠ,
কিছু দূরে কল-কল চাঁদনির
ঘাট।
বটতলার মাঠে কত কিশোরী কিশোর,
বর-কনে খেলা আর গানের আসর।
পুরনো দিনের কত মধু মাখা
ক্ষণ,
পিছু ফিরে ছোটে চলে ব্যাকুল
এ মন!
অগ্রহায়ণ আর চৈত্র'র শেষে
শূন্য ধানের মাঠে বড় মেলা
বসে।
মানুষের ঢল নামে কত হই-চই,
খেলনা,গহনা,বেচে আর মিঠা খই।
ম্যাজিক,মোরগ লড়াই,ভালুকের নাচ,
এক পাশে দাঁড়িয়েছে চড়কের গাছ।
বঁড়শি গেঁথে পিঠে পাক খায় গাছে,
রামদা'র উপরেতে শিব-গৌরী নাচে।
একপাশে ঘোড়-দৌড়, নাগরদোলা,
বাঁদর নাচন আর সাইকেল
খেলা।
ষাঁড়ের লড়াই আর বায়স্কোপ দেখা,
সব যেনো ছবি আজ ক্যানভাসে
আঁকা।