Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম:-রঙের মহিমাকলমে:-শিবানী সাহাতারিখ:-৩১/০৩/২০২১
ফাগুন যতই হোক না রঙিনকোন কাজে বলো লাগবে,গায়ে যতই লাগাও না রঙমন কি সে রঙ মাখবে।
ফাগুনের  রঙ ডালে ডালেঅশোক পলাশ শিমুলের বনে।দিন কতকের রংঙের খেলাসময় হলেই ঝরে প…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম:-রঙের মহিমা

কলমে:-শিবানী সাহা

তারিখ:-৩১/০৩/২০২১


ফাগুন যতই হোক না রঙিন

কোন কাজে বলো লাগবে,

গায়ে যতই লাগাও না রঙ

মন কি সে রঙ মাখবে।


ফাগুনের  রঙ ডালে ডালে

অশোক পলাশ শিমুলের বনে।

দিন কতকের রংঙের খেলা

সময় হলেই ঝরে পড়বে।


কৃত্রিম রঙ মাখলে গায়ে

সে রঙ কি আর থাকবে।

খানিকবাদে যাবে উঠে

পরিষ্কার করে ফেললেই।


ভালোবাসার রঙে রাঙালে মন

চিরদিনের তরে থাকবে।

রঙ থাকে হৃদয় জুড়ে

সেই রঙ পেলে মন মাতবে।