Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন কবিতা :- " বাঁধন "কলমে:- দেবাশিস সেনগুপ্ত। ১৬-০৩-২০২১ 
এক ফালি চাঁদ আকাশখানা ফেঁড়ে উঠল যখন নীল গগনের পাড়ে;মসজিদেতে বাজছে আজান সুরহিঁদুর ঘরে শঙ্খ ধ্বনি ঝরে,লাউ ডগাটা শুকিয়ে গেছে চালে চাটছে ছেলে শুকনো ব…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

কবিতা :- " বাঁধন "

কলমে:- দেবাশিস সেনগুপ্ত। 

১৬-০৩-২০২১ 


এক ফালি চাঁদ আকাশখানা ফেঁড়ে 

উঠল যখন নীল গগনের পাড়ে;

মসজিদেতে বাজছে আজান সুর

হিঁদুর ঘরে শঙ্খ ধ্বনি ঝরে,

লাউ ডগাটা শুকিয়ে গেছে চালে 

চাটছে ছেলে শুকনো বুকের দুধ,

তেষ্টাতে তার যাচ্ছে ছাতি ফেটে,

পেটের জ্বালা কান্না হয় ঝরে।

খিদের কান্না কাঁপিয়ে তোলে পাড়া 

বউটা তখন ভীষণ দিশেহারা।

সেই কান্না বাজল বুকে রসিদ মিঞার বিবির।

ছুটে এসে বুকের ঝর্ণাটাকে--

গুঁজে দিল ক্ষুধার্ত ছেলের মুখে।

শুষে নিয়ে বাঁচার জীবন সুধা 

জড়িয়ে ধরল, "আম্মু" বলে গলে। 

ডাকটা শুনে রসিদ বিবির হাসি,

হারিয়ে গেল আজান শঙ্খ ধ্বনি--

আনন্দে তার সূর্য রাঙা গাল--

লজ্জা দিল চন্দ্র এবং তারায়-- 

বাতাসে শুধুই সুখ-হাসির প্রতিধ্বনি।

ক'ফোঁটা দুধের দাম চুকাল আম্মু নামে,

দুধের বাঁধনে পড়ল বাধা হিন্দু মুসলমানে।