সৃষ্টি সাহিত্য উদযাপনকবিতা - স্বপ্নে ভাসে সবুজ কারিগরকলমে- ফেরদৌসী বেগমতারিখ- ০৪.০৩.২০২১
এই মাঝ ফাল্গুনে নদীতে তেমন জল নেইকিশোর বালক মাছ ধরে,মাঝির হলুদ নৌকো ধীরে চলেহাটু জল পায়ে ভাঙ্গে নদী পারাপারে, শামুকখোল কাদা জলে খুজে ফেরেজীবন…
সৃষ্টি সাহিত্য উদযাপন
কবিতা - স্বপ্নে ভাসে সবুজ কারিগর
কলমে- ফেরদৌসী বেগম
তারিখ- ০৪.০৩.২০২১
এই মাঝ ফাল্গুনে নদীতে
তেমন জল নেই
কিশোর বালক মাছ ধরে,
মাঝির হলুদ নৌকো ধীরে চলে
হাটু জল পায়ে ভাঙ্গে নদী পারাপারে,
শামুকখোল কাদা জলে খুজে ফেরে
জীবনের খাদ্যসার।
উদভ্রান্ত সূর্যটা ক্ষীপ্র দৃষ্টি মেলে
আকাশ ভাঙ্গা বৃষ্টি আসতে
এখনও অনেক দেরী,
নদীর বুক জুড়ে জেগে থাকা চরে
সবুজ কারিগর স্বপ্ন দেখে
সবুজ-ঢেউ খোলা ধান ক্ষেত,
চলে সেই আদিম তিনকোনা যন্ত্রের
অবিরত কর্ষন শাণিত হাতে।
আগাম ফসলের গন্ধে
বালি চিক্ চিক্ করে
উদাম শরীরে মাটি-বৃক্ষ পুড়ে অঙ্গার,
একটি ফিঙে ঘোরে চারদিক
সোনা বীজ বিকশিত হয়
ঝুলে থাকে বরষার কালো মেঘ
চায় শুধু দুমুঠো সোনা-শস্য
প্লাবন আসবার আগেই।