Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন কবিতা :- " এঁটো ঠোঁট "কলমে :- দেবাশিস সেনগুপ্ত। ০৪-০৩-২০২১(বড়দের জন্য) 
এঁটো ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে চলে যায় দিনগহীন আঁধারে জোনাক আলো ক্ষীণ পয়সা দিয়ে কেনা যায়, যত চাই, যেমনটা চাই। লাল নীল খয়েরি সবুজ-সাত রঙে …

 


সৃষ্টি সাহিত্য যাপন 

কবিতা :- " এঁটো ঠোঁট "

কলমে :- দেবাশিস সেনগুপ্ত। 

০৪-০৩-২০২১

(বড়দের জন্য) 


এঁটো ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে চলে যায় দিন

গহীন আঁধারে জোনাক আলো ক্ষীণ 

পয়সা দিয়ে কেনা যায়, যত চাই, 

যেমনটা চাই। 

লাল নীল খয়েরি সবুজ-

সাত রঙে আঁকা। 

কিশোরী যুবতী প্রৌঢ়া বয়সের ভারে ন্যুব্জ। 

দুঃখে আলো চোখের অশ্রুতে  

ঠোঁটে এঁকে গেছে রামধনু। 


মাংসের তালে শুধু ওঠা নামা 

হৃদয় ক্ষমতাহীন,পয়সার পোড়া দাগ।

ঘর্ষণে প্রকৃতি নিয়মে যৌনতা পড়ে ঝরে।

বাঁচার রসদ পেতে দিয়ে যায় তালে তাল। 


একখানি ঠোঁট অপেক্ষমান, অশ্রু বিনীত চোখ,

বুকে চাপা একরাশি শোক। 

চুম্বন এঁকে দিতে চায়।

রং হীন মনে হয় যেন আঁশটে গন্ধ পাই!

বিশ্বাস আর অবিশ্বাসের নিক্তি দোদুল্যমান। 

পরিপূরক কে যে কার কাছে 

আজ বোঝা বড় দায়।

আকাঙ্খা পূরনে, কুপি হাতে আজও দরজায় দাঁড়ায়। 

জীবনে চলার পথে রংমাখা রং ছাড়া ঠোঁট 

কোথায় যেন মিলেমিশে হয়ে গেছে একাকার!!

এঁটো ঠোঁটের আঁশটে গন্ধ আলো আঁধারির

বাঁকে কেঁদে মরে বারবার।