Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা:- "নারীহীন বসুন্ধরা"কলমে:- শম্পা গাঙ্গুলী ঘোষতারিখ:- ০৯/০৩/২০২১
 নারীহীন যদি কোনো একদিন হয় এ বসুন্ধরাহে প্রিয় পুরুষ,ঘরে ফিরিবার,থাকবে কি সেই ত্বরা?সেই আকুলতা, মুগ্ধ নয়ন, নিপুণ হাতের সেবাযদি ফি…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা:- "নারীহীন বসুন্ধরা"

কলমে:- শম্পা গাঙ্গুলী ঘোষ

তারিখ:- ০৯/০৩/২০২১


 নারীহীন যদি কোনো একদিন হয় এ বসুন্ধরা

হে প্রিয় পুরুষ,ঘরে ফিরিবার,থাকবে কি সেই ত্বরা?

সেই আকুলতা, মুগ্ধ নয়ন, নিপুণ হাতের সেবা

যদি ফিরে আর নাই বা পেলে ,আসবে যাবে কিবা?

মায়ের আঁচল, স্নেহের শাসন, সুমধুর সেই বুলি

উপেক্ষা করি কেমনে কাটিবে জীবনের দিনগুলি?

দিদা-ঠাকুমার সোহাগ আদর না পেয়েছে যেই জন

কোনোমতে এই বেহিসেবি ক্ষতি হবেনা পরিপূরন।

বাসরশয়ন পরে যদি কেউ না থাকে অপেক্ষায়---

জীবনতরী বাইবে কেমনে? বৃথাই বেলা যায়।


ভেবে দেখ তবে, সময় হল যে এবার

কন্যাকে নয়, প্রয়োজন আজ পুত্রশিক্ষা দেবার।

শৈশব তার থাকে যেন ভরা মায়ের স্নেহের দানে,

মনের স্বাস্থ্যে পূর্ণ হয়ে বাড়ে যেন সচেতনে।

যেকোনো রূপে আসুক নারী, আনন্দধারা বহে

দিও তারে মান মানুষ ভাবিয়া, নারী বলে শুধু নহে।

নারীর প্রতি সম্ভ্রমের পায় যেন নীতিশিক্ষা,

"সর্বপ্রথম নারীর সম্মান" এই মন্ত্রে হউক দীক্ষা।

তবেই আবার নতুন করে হাসবে বসুন্ধরা---

নারী পুরুষের মিলনের গান গাইব সেদিন মোরা