বিভাগ - কবিতাশিরোনাম - এগিয়ে যাও অভীষ্ট লক্ষ্যেনূপুর আঢ্য০৪/০৩/২০২১
ছন্দহীন জীবন ডেকে এনো না অকারণ,চন্দ্রানি আলোকে - জোনাকির কান্নার মতন।চলার পথে কখনও রিক্ত করো না মন,জ্বলে ওঠো,পরিত্যাগ করো ভীরু আচরণ।মনের আকাশে রঙিন পলাশ করুক বিচ…
বিভাগ - কবিতা
শিরোনাম - এগিয়ে যাও অভীষ্ট লক্ষ্যে
নূপুর আঢ্য
০৪/০৩/২০২১
ছন্দহীন জীবন ডেকে এনো না অকারণ,
চন্দ্রানি আলোকে - জোনাকির কান্নার মতন।
চলার পথে কখনও রিক্ত করো না মন,
জ্বলে ওঠো,পরিত্যাগ করো ভীরু আচরণ।
মনের আকাশে রঙিন পলাশ করুক বিচরণ,
মেঠো পথে যাও হারিয়ে শোন বিহগের গুঞ্জন।
নিরালা রাতে মনের সাথে করো কথোপকথন,
অদেখা অদৃশ্য চুপকথা দাও সমূলে বিসর্জন।
আলোকে পুলকে জীবনকে করে স্বছন্দে বরণ,
এগিয়ে যাও অভীষ্ট লক্ষ্যে - করো তারই আয়োজন।