Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হুইল চেয়ারে বসে মমতার বিজয় রথ এগিয়ে চলেছে

তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।তৃতীয় ও চতুর্থ দফার নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই বিজেপি দলের কোন্দল একেবারে জনসমক্ষে চলে এলো।কোনভাবেই সেই কোন্দল কে ধামাচাপা দিতে সক্ষম হননি বিজেপি শিবির।অপরদিকে অমিত শাহ বাংলায় এসেও ঝাড়গ…



 তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।

তৃতীয় ও চতুর্থ দফার নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই বিজেপি দলের কোন্দল একেবারে জনসমক্ষে চলে এলো।কোনভাবেই সেই কোন্দল কে ধামাচাপা দিতে সক্ষম হননি বিজেপি শিবির।অপরদিকে অমিত শাহ বাংলায় এসেও ঝাড়গ্রামের সভায় সশরীরে হাজির হতে পারলেন না।আর এই ঘটনাকে কটাক্ষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন,সভায় লোক হবে না।তাই এলেন না অমিত শাহ।আমাকে বলতে পারতেন , আমি কিছু লোক পাঠিয়ে দিতাম।যদিও বিজেপির দাবি কপ্টার বিভ্রাটের জন্য তিনি যান নি ঝাড়গ্রাম ।ভারচুয়াল সভা করেছেন।অপর একটি সূত্র মারফত জানা গেছে কপ্টার ল্যান্ডিং এর অনুমতি ছিল না ঝাড়গ্রামে।আর সেটি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সিকিউরিটির জন্য ই।যাইহোক তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ হবার পরেই বিভিন্ন কেন্দ্রে প্রার্থী নিয়ে আদি ও নব বিজেপির লড়াই চলে আসে সামনে।বিক্ষোভ, অবরোধে মেতে ওঠে আদি বিজেপির একদল সমর্থক ।ফলে বিভ্রাটে পড়েন বিজেপি নেতারা।

মুখ্যমন্ত্রী ও তৃনমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় একেবারে লম্বা প্রার্থী তালিকা প্রকাশ করেন এক দিনেই।ক্ষোভ বিক্ষোভ সেখানেও ছিল।কিন্তু ভাঙা পা নিয়ে ও তিনি তা সামাল দিতে সক্ষম হলেও বিজেপির অবস্থা এখন ল্যাজে গোবরে।শ্যাম রাখি না কুল রাখি।কি করবেন ।ঘন ঘন ফোন দিল্লির হাইকমান্ডে।হাই কমান্ড ও যথেষ্ট ই অখুশি বঙ্গ বিজেপির কাজ কর্মে ।

তৃতীয় দফার 31 টি আসনের মধ্যে 27 টির তালিকা ও চতুর্থ দফার 44 টির মধ্যে 36 টি কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলেও সব কেন্দ্রে এখনো বাছাই করে উঠতে পারেন নি।আর তার কারন বঙ্গ বিজেপি তে আদি ও নব র কোন্দল ।ফলে ঘাম ছুটছে হাই কমান্ডের ।

ইতিমধ্যেই বেহালা পূর্বে দল মনোনয়ন করেনি বলেই হেভিওয়েট শোভন চট্টোপাধ্যায় দল ছাড়বেন বলে রাজ্য সভাপতি কে চিঠি পাঠিয়েছেন।শোভনের আরো অভিযোগ বন্ধু বৈশাখী কে প্রার্থী না করার জন্য ।দুজনকেই পছন্দ অনুযায়ী মনোনয়ন দিতে হবে বলেই তাঁর দাবি।তৃনমূলের সৌগত রায় এই প্রসঙ্গে বলেন,বন্ধু কে নিয়ে নাচানাচি করেছেন।তৃনমূল তাঁকে আবার দলে নেবে না বলেই তাঁর অভিমত।

বিজেপির ভাড়ারে প্রার্থীতে টান পড়ায় সাংসদ লকেট ,নিশীথ ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও কেও এবার ভোটে প্রার্থী মনোনয়ন দিয়েছেন বিজেপির হাই কমান্ডের নির্বাচনী টিম।রাজ্য সভার সদস্য স্বপন দাসগুপ্ত কেও দল দাঁড় করালেন তারকেশ্বর কেন্দ্রে।

ডোমজুড় কেন্দ্রে তৃনমূল ছেড়ে আসা রাজীব বন্দোপাধ্যায় ও নন্দীগ্রামে মমতা বন্দোপাধ্যায়ের বিপক্ষে শুভেন্দু অধিকারী যে প্রার্থী হবেন সে কথা জানাই ছিল।ঘাস ফুল থেকে জেতা এই দুজনকে এবার লড়াই করতে হবে পদ্ম চিহ্ন কে সঙ্গী করেই।আর এদের নিয়ে ও আদি নব বিজেপির লড়াই তো রয়েছেই ।

সব থেকে বেশি বিক্ষোভ হয় হূগলীর সিঙুরে ।সাতদিন আগে প্রার্থী পদ না পেয়ে বিজেপি দলে নাম লেখান মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য ।আর এসেই বিজেপি দলে মনোনয়ন জোটে মাস্টারমশাই এর ভাগ্যে।এই সংবাদ ছড়িয়ে পড়তেই রে রে করে তেড়ে আসেন আদি বিজেপির লোকজন।এখনো পর্যন্ত খবর প্রার্থী বদল না হলে বেচারাম মান্নার হয়ে তাঁরা কাজ করবেন বলে জানা গেছে।আলিপুরদুয়ার সহ রাজ্যের বহূ কেন্দ্রেই প্রার্থী বদলের জন্য সুপারিশ গেছে হাই কমান্ডের কাছে।

তবে কি বঙ্গ জয় অধরাই থেকে গেল এবার বিজেপির কপালে ।নানা কেন্দ্র নিয়ে এই ক্ষোভ বিক্ষোভের আগুন বেড়ে চলেছে শতগুন।ফলে বঙ্গ বিজেপির ওপর ক্রমাগত ই চটছেন দিল্লি ।

হূগলীর চণ্ডীতলায় বিজেপি প্রার্থী যশ দাসগুপ্ত ও শ্যামপুরে তনুশ্রী চক্রবর্তী কে নিয়ে ও আদি বিজেপির ক্ষোভ রয়েছে।

এদিকে ভাঙা পা নিয়ে হুইল চেয়ারে বসে বাংলা চষে বেড়ানো শুরু করে দিয়েছেন অগ্নিকন্যা মমতা বন্দোপাধ্যায় ।

আমি ভাঙবো, তবু ও মচকাবোনা।বললেন তিনি স্বয়ং মমতা বন্দোপাধ্যায় ।

বিজেপি বনাম আহত বাঘ মমতা বন্দোপাধ্যায়ের লড়াই এখন তুঙ্গে ।

এই প্রার্থী দের মানভঞ্জনের জন্য বিজেপি কি করবেন সেটি একান্তই সেই দলের কাজ।শোভন বৈশাখী কে নিয়ে কি ভাবছেন সেটিও সময় বলবে।কিন্তু ভোট তো দুয়ারে।ভাঙা পায়ে হুইল চেয়ারে মমতার বিজয় রথ যে এগিয়ে চলেছে।বাংলা তিনি এভাবেই আবার চষবেন।জয় পরাজয় ।সে কথা না হয় 2 রা মে ই বলা যাবে।