Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

বিভাগ-কবিতাশিরোনাম-ডাকব নাকলমে-সুতপা ব‍্যানার্জী(রায়)তারিখ-১১/৩/২১
পেছনের ডাকে দাঁড়াব না আমি, ডুব দেব নাস্মৃতির গহীনে, পঙ্কিল দোষারোপ দীর্ণ অবকাশে,শুষে নেওয়ার প্রচেষ্টায় মণি-মুক্ত ছড়িয়ে রেখেছি,কালেন গহীনে সুন্দর-আরাধনা বন্ধ হয়েছে …

 


বিভাগ-কবিতা

শিরোনাম-ডাকব না

কলমে-সুতপা ব‍্যানার্জী(রায়)

তারিখ-১১/৩/২১


পেছনের ডাকে দাঁড়াব না আমি, ডুব দেব না

স্মৃতির গহীনে, পঙ্কিল দোষারোপ দীর্ণ অবকাশে,

শুষে নেওয়ার প্রচেষ্টায় মণি-মুক্ত ছড়িয়ে রেখেছি,

কালেন গহীনে সুন্দর-আরাধনা বন্ধ হয়েছে বহুকাল,

যন্ত্রসভ‍্যতা শিখিয়েছে অনেক কিছু, নিয়েছে বহু,

মণিমুক্তো ছড়ানো অতীতগুলো তুলসীতলার নিদ্রায়,

কেতার জীবন ঠেলে সরিয়েছে সারল‍্যের দরজাগুলো,

একে একে বন্ধ হয়েছে দক্ষিণের খোলা জানলাগুলো,

একটা পিউকাঁহা সুর ছড়িয়েছিল বহুকাল আগে,

এখন বসন্ত বিলাপটা প্রলাপ হয়ে ধরা দিয়েছে মনে,

প্রাসাদের অন্দরে অন্দরে কান্না জমে আছে যেন,

দেউলের দেউলিয়াপনা ঘোষিত হয়েছে করুণ সুরে,

সানাইটা অনেক কাল আর তেমন করে বাজে না,

দেওয়ালে জাঁকজমকের তৈলচিত্রগুলোও বড় বিবর্ণ,

খসা তারার মতো একটা একটা করে খসে পড়েছে,

একটা অসম্পূর্ণ উপন‍্যাস গোল টেবিলটায় পড়ে,

অন্দরের গল্পেরা ফটকের ঘন্টাধ্বনির প্রতীক্ষায়,

সুন্দর একটা কাব‍্যের বৈতরণী পার করবে নিশ্চয়ই।