Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেদিনীপুর সদর ব্লকের গোপগড় গ্রামে দুদিনের বসন্ত উৎসব

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুদিন ব্যাপী দোল উৎসব হলো হল মেদিনীপুর সদর ব্লকের গোপগড় গ্রামের 'বিশ্ববীণা' ললিত কলা শিক্ষাঙ্গনে। রবিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিযে  অনুষ্ঠানের শুভ সূচনা হয়।�…


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুদিন ব্যাপী দোল উৎসব হলো হল মেদিনীপুর সদর ব্লকের গোপগড় গ্রামের 'বিশ্ববীণা' ললিত কলা শিক্ষাঙ্গনে। রবিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিযে  অনুষ্ঠানের শুভ সূচনা হয়।  


প্রথম দিন সংস্থার ছাত্র ছাত্রী ও অবিভাব্কদের নিয়ে দোল খেলা ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন সন্ধায় সময় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।খোলা আকশের নিচে মুক্ত মঞ্চে কচিকাঁচাদের ও কিশোর কিশোরীদের নিয়ে অনুষ্ঠিত হয় মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে পরিবেশিত হয় নৃত্য, সঙ্গীত আবৃত্তি,সমবেত সঙ্গীত সহ নানা সাংস্কৃতিক কর্মসূচি। স্বাগত ভাষন দেন 'বিশ্ববীণা'র কর্নধার পার্থ সারথী পান্ডা। শিক্ষক পার্থসারথিবাবু  আকাশবাণী খ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুরের সঙ্গীত গুরু  জয়ন্ত সাহা, 'নয়ন' পত্রিকার সম্পাদক  বিদ্যুৎ পাল, অধ্যাপক, প্রাবন্ধিক ও সমাজকর্মী ড. শান্তনু পান্ডা, অধ্যাপক তপন সাউ , বিশিষ্ট বাচিক শিল্পী মিতলী পাণ্ডা ত্রিপাঠি, নাট্য প্রশিক্ষক অমরকৃষ্ণ দাস, বিশ্বজিৎ অধিকারী, বিশিষ্ট যন্ত্রসঙ্গীত শিল্পী প্রদীপ দাস প্রমুখ।
শিক্ষিকা শ্রীমতী মন্দিরা খাঽড়ার মনোগ্রাহী সঞ্চালনায় এবং উপস্থিত সদস্যদের আন্তরিকতায় অনুষ্ঠানটি সুনন্দিত  হয়ে ওঠে। যন্ত্রানুষঙ্গে সহযোগিতা করেন  পরেশ দাস, শ্যামল বারিক ও  প্রবীর নায়েক। শতাধিক শিল্পী এই অনুষ্ঠানে অংশ নিয়ে ছিলেন। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত হয়ে ওঠে।