Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#কবিতা#শিরোনাম:ছন্দপতনকলমে:শম্পা বিশ্বাস13/4/21
থাক আজ আর লিখবো না পদ্য কবিতাহোক না আজ ছন্দপতনঅন্তমিল আজ হারিয়েছে ছন্দএকফালি চাঁদও কলঙ্কের ভারে ন্যুব্জতারারা লজ্জায় মুখ ঢেকেছে মেঘের আড়ালেআজ আর শুকতারা খসবে না হঠাৎ করেমনের ইচ্ছাগুল…

 


#কবিতা

#শিরোনাম:ছন্দপতন

কলমে:শম্পা বিশ্বাস

13/4/21


থাক আজ আর লিখবো না পদ্য কবিতা

হোক না আজ ছন্দপতন

অন্তমিল আজ হারিয়েছে ছন্দ

একফালি চাঁদও কলঙ্কের ভারে ন্যুব্জ

তারারা লজ্জায় মুখ ঢেকেছে মেঘের আড়ালে

আজ আর শুকতারা খসবে না হঠাৎ করে

মনের ইচ্ছাগুলো আজ আর ডানা মেলবে না খোলা আকাশে

চন্দ্র সূর্য গ্রহ তারা আজ পথভ্রষ্ট

ঋতুরা দ্বিধাগ্রস্ত কে আসবে কে যাবে

কার হয়েছে সময় কার ফুরিয়েছে সময়

আজ পৃথিবী বড্ড ছন্নছাড়া,পাক পাখালি উদ্ভ্রান্ত

দিশাহীন জীবকুল ভয়ে ত্রস্ত

এক কঠিন সময় হয়েছে শুরু,শেষ কবে কিভাবে জানে না কেউ

খাদ্য আর খাদকের টানাপোড়েন

সবাই গুছাতে ব্যস্ত নিজের আখের

ভবিষ্যৎ কে দেখেছে?আগামীতে কি হতে চলেছে কে বলতে পারে?

তবু মানুষ বর্তমানকে আঁকড়ে বাঁচার জন্য মরিয়া!

বেঁচে থাকার তাগিদে ধ্বংস লীলায় মেতেছে

সৃষ্টির বদলে অনাসৃষ্টি তে লিপ্ত

ভালোলাগা ভালোবাসা স্নেহ মমতা সম্মান সৌজন্যবোধ নিশ্চিহ্ন প্রায়

মানুষ অভ্যাসের দাস বটে!

তবে থাক,কবিতা আজ ছন্দহীন ভাবে

ছন্দহীন ছন্নছাড়া ভাবে চলুক সব কিছু

ছন্দে ফিরতে গেলে ছন্দপতন যে অবশ্যম্ভাবী!

শম্পা বিশ্বাস©