Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতা শিরোনাম--এতো রঙ মেখেছিল ছেলেটি নিবেদনে--সুস্মিতা  দত্ত মুখার্জী তারিখ--6/04/2021###############################
এতো রঙ মেখেছিল ছেলেটি 
আগে এতো রং কখনো মাখেনি ছেলেটা নিংড়ানো গামছা থেকেও টপ টপ করে লালরঙ ঝরছে, …

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা 

শিরোনাম--এতো রঙ মেখেছিল ছেলেটি 

নিবেদনে--সুস্মিতা  দত্ত মুখার্জী 

তারিখ--6/04/2021

###############################


এতো রঙ মেখেছিল ছেলেটি 


আগে এতো রং কখনো মাখেনি ছেলেটা 

নিংড়ানো গামছা থেকেও টপ টপ করে লালরঙ ঝরছে, 

মাথা ভেজা, সারা গা থেকে নীল-সবুজ-হলুদ ধুয়ে গেলেও লাল রঙের দাগ স্পষ্ট 

ভিজে রয়েছে সারা শরীর ভেতরে ভেতরে... 

থমকে যাওয়া মুহূর্তে উঠোনে লাল রঙ চুঁয়ে পড়ছে l

সুগন্ধময় রঙিন দেহে মরণ ধুয়ে নামছে 

রঙ ধোয়া জলের উন্মাদনা বাড়ছে... 

অপেক্ষার বাড়া ভাতে মাছির উপদ্রব, 

লাল সাদা ফুলে ঢাকা নিথর দেহ 

সেঁদিয়ে যাচ্ছে কান্না বড়ো সেঁদিয়ে যাচ্ছে 

দোলের রঙে কান্না কি মানায় !


এতো রঙ আগে কখনো মাখেনি ছেলেটা 

গতানুগতিক জীবনে এতো রঙ একসাথে কখনো দেখেনি সে... 

স্বপ্নের রঙে উড়ান ভরেছিলো

অগোছালো জীবনটাকে পরিপাটি করে গড়ে তোলার স্বপ্ন... মায়ের আঁধার দুচোখে সফল স্বপ্নের আলো ভরে দেওয়ার স্বপ্ন !

পুকুরধারের কাদা আঁকড়ে ধরে শেষবারের মতো কিছু বলতে চেয়েছিলো ছেলেটা

কাদা মাখা একপাটি চটি বোবা চিৎকারে বলছিলো... এখানে হ্যাঁ এখানেই জমা রেখে গেছে তাজা প্রাণের শেষ নিঃশ্বাসটা... 

টকটকে রক্তের রঙে মৃত্যু নুড়ি কুড়িয়েছিল যেখানে 

সেখানেই অন্ধ মায়ের আবীরে ধোয়া কান্না পুঁতে রাখা, 

হাত আর আঙুলের দূরত্ব তৈরী করেছে ফাগুন l


ভরা তারুণ্যে জীবনের সব রঙ মুছে মরণের রঙ দেখেছিলো সে... 

নিঃস্বাসের শেষ বাতাস স্বপ্নের গলা মুচড়ে কেড়ে নিলো সবটুকু প্রাণশক্তি নিঃশব্দে, 

অস্ফুট গোঙানির শব্দ চিনলোনা কেউ 

ক্ষীণদৃষ্টি শক্তি দিয়ে সব হারানোর অবক্ত যন্ত্রনা অনুভব করলো মায়ের নিঃস্ব হৃদয়... 

বিবর্ণ চোখের রুক্ষ, শুষ্ক অনুভূতিতে মৃত্যুর রঙ দগদগে লাল l

জলের গভীরে পাক খেতে থাকা লাল সবটুকু হৃদয়জুড়ে মহামারীর মতো ছড়িয়েছে

মায়ের সিঁথিপাটি ধোয়া টকটকে সিঁদুরের লালের মতো !

পাথর চাপা বুকের যন্ত্রনার রঙ গাঢ় থেকে আরো গাঢ় হয় রোজ একটু একটু করে, 

শুধু মা-ই জানতো আর জানতো সেই বজ্রকঠিন পালক-প্রাণ 

কান্নাগলা থমথমে উঠোনে ভেসে আসে কানে... 


"আগে এতো রঙ কখনো মাখেনি আমার ছেলেটা" ll


🙏🙏🙏🙏🙏🙏🙏সমাপ্ত 🙏🙏🙏🙏🙏🙏🙏