Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

মধুমাসসুপ্রীতি দাস
আমার শহরে আজও বৃষ্টি নামে নিজের খেয়ালেসেদিনও বৃষ্টি ভাল লাগতো,,, আজও বড্ড ভালবাসি তাকে...শুধু সেদিন! তুমি ছিলে আমার সাথেআজ একলা যাপনে টুপটাপ বৃষ্টি ও নিঃশব্দে আসে।কুয়াশা ঘেরা চোখে দেখি শীত কাটিয়ে বসন্ত এসে গে…

 


মধুমাস

সুপ্রীতি দাস


আমার শহরে আজও বৃষ্টি নামে নিজের খেয়ালে

সেদিনও বৃষ্টি ভাল লাগতো,,, আজও বড্ড ভালবাসি তাকে...

শুধু সেদিন! তুমি ছিলে আমার সাথে

আজ একলা যাপনে টুপটাপ বৃষ্টি ও নিঃশব্দে আসে।

কুয়াশা ঘেরা চোখে দেখি শীত কাটিয়ে বসন্ত এসে গেছে

অনেক দিনের মৌনতা ভেঙে অবশেষে পলাশ হেসেছে।


অসময়ের নিম্নচাপে ছন্নছাড়া এলোমেলো ভাবনাগুলো

শহর ডুবেছে থৈ থৈ জলে,, ইচ্ছেগুলো নৌকা ভাসায় নিজের খেয়ালে।

গোধূলির আলোয় ছবি আঁকে মন.,,ফিরতি পাখির ঝাঁক

উদাস নয়ন বাউলের সুরে খুঁজে মরে,,, হারানো জীবনের বাঁক।

মধুমাসের রঙিন আভায় ভরে ওঠে বিবর্ণ ক্যানভাস

নতুন করে খোঁজ শুরু হয় জীবনের ধারাপাত।#সুপ্রীতি