Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

বিভাগঃ কবিতা শিরোনামঃ অদৃষ্টের পদতলে কলমেঃ ডাঃ গোলাম রহমান ব্রাইট  তারিখঃ ০২-০৪-২০২১ ইং-...........................................................................ফাল্গুন পেরিয়ে শুষ্ক ধরায় চৈত্র এলো পুষ্পমঞ্জরি কালক্রমে যে বিবর্ণ…

 

বিভাগঃ কবিতা 

শিরোনামঃ অদৃষ্টের পদতলে 

কলমেঃ ডাঃ গোলাম রহমান ব্রাইট  

তারিখঃ ০২-০৪-২০২১ ইং-

...........................................................................

ফাল্গুন পেরিয়ে শুষ্ক ধরায় চৈত্র এলো 

পুষ্পমঞ্জরি কালক্রমে যে বিবর্ণ হলো, 

অলির গুঞ্জন ক্রমান্বয়ে মন্থরে গেলো

দখিনা দুয়ার ক্ষণিকের তরে একটু খোল।


থেমে যাওয়া নদী তটের ঐ গর্জন শোন 

ক্ষেত্রবিশেষে একটু আধটু মোহ ভোল, 

কাঁটার আঘাতের ক্ষতচিহ্ন একটু গোন 

গভীরতা নিরূপণে সুখ তন্দ্রায় ক্ষণিক দোল।


প্রেম আর ছলনা একাধিক বার করা ভাল না 

নিষ্ঠুর সত্যতারা যতই করুক একে অন্যের তুলনা,

অন্ধ ভালোবাসার যবনিকা থাক, মোটেও খুলনা 

ছলনায় আঘাত এ জীবনে কখনো ভুলনা।


ভুলে ভরা বিদীর্ণ- বিষাদিত এই জীবন 

অভিমান মিশ্রিত খাতাটির প্রতিটি সীবন,

ব্যথিত করে চলেছে বারবারই মোরে 

ঊষার আহ্বানে পুনঃ ফিরে আসুক দোরে।


কারো বুকে মাথা রেখে মনে মনে গড়ে

একে একে অভিশাপ হয়ে যে যার গলে, 

সন্ধ্যে হলেই ভিন্নরূপে ঝুলে ঝুলে পড়ে 

বিষধর খেলা করে নতুনের শীতল জলে। 

অন্ধগলিতে আলোকচ্ছটা নাইবা আর জ্বলে 

বুভুক্ষিত মানবতা লুটিয়ে পড়ে অদৃষ্টের পদতলে।


চৌচির মাটি শীতল হোক বৃষ্টির পরশে 

প্রকৃত প্রেমিকের অন্তর খানা ভরে সরসে, 

হঠাৎ একদিন জোয়ার আসুক মরা নদীতে 

পুষ্পার্ঘ্য অর্পিত হোক পরিশুদ্ধ সব প্রেমের বেদিতে।

...........................................................................