Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

শিরোনাম -আবডালেকলমে - অভিজিৎ পল্ল্যেতারিখ - ১৩.০৪.২০২১
এক ঝিম ধরা স্বপ্নকে বহু যত্নে,আর কতকাল আগলে রাখবে আড়ালে ?দেখো চেয়ে , আরও উজ্জল রঙ ধরেছে হাড়েতে ৷তুমি পাথর হয়েছো - ক্ষতি নেই তবু,তোমার স্বপ্নগুলো বাদুড়ের মতো -মৃত্যু গুহায় ঝ…

 


শিরোনাম -আবডালে

কলমে - অভিজিৎ পল্ল্যে

তারিখ - ১৩.০৪.২০২১


এক ঝিম ধরা স্বপ্নকে বহু যত্নে,

আর কতকাল আগলে রাখবে আড়ালে ?

দেখো চেয়ে , আরও উজ্জল রঙ ধরেছে হাড়েতে ৷

তুমি পাথর হয়েছো - ক্ষতি নেই তবু,

তোমার স্বপ্নগুলো বাদুড়ের মতো -

মৃত্যু গুহায় ঝুলে রইবে আর কতদিন?


অভিমানের দীঘিতে - কত করেছো অবগাহন,

পেলে শুধু হিংসা ,আর -কিছু সাদা কঙ্কাল ৷

কেন বারবার ভুলে যাও -তুমিও একদিন,

ভালোবেসেছিলে কাউকে -যে তোমারই মতন ৷

রাতের ঝিঝি গুলো কি জানি কবে -

তোমার মনের দাবানলে ঝাঁপ দিয়েছে না বলে ৷

তাই শব্দহীন এ নিঝুম রাত ,তুমি একাই উপভোগ করো ৷


সোনার তাল খুঁজে- পেয়েছো ,একমুঠো ধূলিকণা ৷

আগলে রেখেছ ,কাউকে দেবে না তার অধিকার ৷

কিন্তু সময় ?সে কি বশ্যতা স্বীকার করেছে এখনও ৷

পারোনি, তাই হেরেছো, আর -তালিয়ে গিয়েছো অতলে ৷

নরম বাতাসে আজও রোজ, শিশির শুকিয়ে আসে রোদেতে ৷

তুমি কি পারোনা , তার -শেষবিন্দু মেখেনিতে নিজ পায়েতে ৷৷

-মন