Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা - "নতুন পৃথিবী"কলমে - ইলা মজুমদার তারিখ - 12/04/2021
জীবনকে ভালোবেসে যদি স্বপ্ন আঁকো,ফুল,গাছ, নদী,পাহাড় কে রেখো মনে।সভ্যতাকে মনের ক্যানভাসে এঁকে দ‍্যাখো,এ হৃদয় উঠবে মেতে পাখির কলতানে।
মুঠো মুঠো স্বপ্নের সাঁকো ডুবছ…

 




কবিতা - "নতুন পৃথিবী"

কলমে - ইলা মজুমদার 

তারিখ - 12/04/2021


জীবনকে ভালোবেসে যদি স্বপ্ন আঁকো,

ফুল,গাছ, নদী,পাহাড় কে রেখো মনে।

সভ্যতাকে মনের ক্যানভাসে এঁকে দ‍্যাখো,

এ হৃদয় উঠবে মেতে পাখির কলতানে।


মুঠো মুঠো স্বপ্নের সাঁকো ডুবছে কুয়াশায়,

তুমিও তো জানো বন্ধু অন্ধকারের অবসাদ

এক পশলা মিঠে রোদে ভাসুক ক্লান্ত পৃথিবী,

প্রাসাদ নয়,চাই বন-মর্মরিত ভোরের সংবাদ।


"দাও ফিরে সে অরণ্য"- আলোকে রবীন্দ্রনাথ,

চলো সব্বাই মিলে সবুজে সাজাই মরুভূমি।

মেঠো পথে রাখালেরা আবার বাজাক বাঁশী,

হাতে হাত রেখে নির্ভয়ে পথ চলি তুমি-আমি।


এসো রুদ্র বৈশাখ, সবুজের তিলক পরাই,

ফোঁটা ফোঁটা বৃষ্টির চুমু ঝরুক গাছের চিবুকে।

চাঁদের ঝুরো জোছনা ঝরুক পৃথিবীর বুকে,

নাগরিক সভ্যতা খুঁড়ে খুঁজি লাল মৃত্তিকাকে।


চৈতি বাতাসে ডানা মেলে দিক শ্বেত বলাকা,

সোনালী অক্ষরে লেখা হোক স্বপ্নের কবিতাটা।

এক উঠোন ভরা সবুজ স্লোগান দিক হাতছানি,

দিতে পারো বন্ধু, নতুন পৃথিবীর ঠিকানাটা?