Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

হৃদয়ের একপাশে মহেঞ্জোদারোতুহিনা চক্রবর্তী ১৪/০৪/২০২১আজ তুমি সবুজ অরণ্যের বুকেমিলেমিশে একাকার।শুধু আমার বুকে রেখে গেলে বিবর্ণতার ছাপ।ভাগ্যিস আমি বর্ণান্ধবুঝিনা লাল নীল সবুজের ফারাক।শুধু অনুভূত হয় বাম অলিন্দেতীব্র আগুন খেলা।ঠোঁটে প…

 


হৃদয়ের একপাশে মহেঞ্জোদারো

তুহিনা চক্রবর্তী 

১৪/০৪/২০২১

আজ তুমি সবুজ অরণ্যের বুকে

মিলেমিশে একাকার।

শুধু আমার বুকে রেখে গেলে বিবর্ণতার ছাপ।

ভাগ্যিস আমি বর্ণান্ধ

বুঝিনা লাল নীল সবুজের ফারাক।

 

শুধু অনুভূত হয় বাম অলিন্দে

তীব্র আগুন খেলা।

ঠোঁটে পুষে রাখি আদুরে স্পর্শ,

শরীরে দহন জ্বালা।


নিশুতি রাতের তারাদের গুনে 

একা একা জেগে থাকা।

সাদা কাগজের বুক আঁকড়ে, 

কোন ভাবে বেঁচে থাকা।


তবু তারি মাঝে দুহাত মেলে

আজও বলি ভালো আছি।

আছি, তার হৃদয়ের কাছাকাছি। 


মুছে গেছে শরীরের ঘ্রাণে বুনো উচ্ছ্বাস।

প্রজাপতির রঙিন ডানায় 

আর আসেনা স্বপ্ন জোয়ার।

কোথাও চৈত্রের হাহাকার, 

কোথাও ধূলোঝড়,শুধুপড়ে আছে ভাঙা ভাঙা কিছু বাড়িঘর।


তবে, আরো একটি মহেঞ্জোদারো থেকে গেছে হৃদয়েরএকপাশে।

কে আর রেখেছে খোঁজ

 আরো কত কি বিলীন হয়েছে।