বিভাগ - কবিতাশিরোনামঃ -মনের খেলাকলমে - ইলা চক্রবর্তী১২/০৪/২০২১
লক্ষী ছাড়া মনের কথা বুঝতে পারা !সেকি কম কথা?মনের কোনো নেইকো আদল ,আঁচল দিয়ে বৃথাই ঢাকা।লজ্জা হীনা বুকের ব্যথা,মনের হদিশ পাবে কোথা!এক ঘাটে তে নৌকো বাঁধা,অন্য ঘাটে মন য…
বিভাগ - কবিতা
শিরোনামঃ -মনের খেলা
কলমে - ইলা চক্রবর্তী
১২/০৪/২০২১
লক্ষী ছাড়া মনের কথা
বুঝতে পারা !
সেকি কম কথা?
মনের কোনো নেইকো আদল ,
আঁচল দিয়ে বৃথাই ঢাকা।
লজ্জা হীনা বুকের ব্যথা,
মনের হদিশ পাবে কোথা!
এক ঘাটে তে নৌকো বাঁধা,
অন্য ঘাটে মন যে রাখা!
মনের খেলা বুঝবে কেবা!
মন যে চলে আপন ভোলা
সোজা পথে চলছে বাঁকা।
লক্ষী ছাড়া মনের কথা -
বুঝতে পারা!
সেকি কম কথা?