Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

ফিরে এসো বনলতাঅপূর্ব চক্রবর্ত্তী
মুখোমুখি বসা হয়না আর,এক অসাঁতার অদৃশ্য নদী আপন মনে বয়ে যায়দুটি সত্তার মাঝে,দুপাড়ের মাটি অশ্রুর আল্পনাআঁকে স্রোতের সীমানায়।অস্থির জলে চাঁদের ছবিওভেঙে ভেঙে যায়।এক অস্পৃশ্য নির্বাক সময়মেঘের মতো ঘিরে, …

 


ফিরে এসো বনলতা

অপূর্ব চক্রবর্ত্তী


মুখোমুখি বসা হয়না আর,

এক অসাঁতার অদৃশ্য নদী 

আপন মনে বয়ে যায়

দুটি সত্তার মাঝে,

দুপাড়ের মাটি অশ্রুর আল্পনা

আঁকে স্রোতের সীমানায়।

অস্থির জলে চাঁদের ছবিও

ভেঙে ভেঙে যায়।

এক অস্পৃশ্য নির্বাক সময়

মেঘের মতো ঘিরে, 

গেয়ে যায় যত মনখারাপের গান।

একটু একটু করে দাঁত বের করে

সম্পর্কের কঙ্কাল।

সভ্যতার চূড়ান্ত অবনমনে

পাড় ভাঙছে,একটু একটু করে।

নদীগর্ভে খসে পড়ছে সম্পর্ক।

ধুয়ে যাচ্ছে তোমার আমার ঠিকানা।

রোদ্দুরে পিঠ দিলেই ফোস্কা পড়ে

কালো আঙুরের মতো, 

তার রসে তৈরি হয় অশ্লীলতার মদ, 

কোনো এক মাতাল চিৎকার করে বলছে-

'পোশাকের নীচে আমরা সবাই

এক অশ্লীলতার আত্মজ'।

......

চারিদিকে শুধু অন্ধকার

এইতো সময়-

বনলতা সেন, আরেকবার ফিরে এসো

কবির কাব্যথেকে, 

অন্তত আরেকবার তোমার মুখোমুখি বসি।

আমরাও দু'দন্ড শান্তি পেতে চাই।