Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতা।শিরোনামঃ "কাঁদছে বাতাস"কলমে- স্বপন কুমার সরকার।          ( ০২.০৪.২০২২)
আমি একবার উঁকি দিতেইমাথা লুকিয়ে নিল ওরা পাতার আড়ালে;জানতেও দিলনা কিসের ব‍্যথায়ছটফট করছে বাতাসেরা।
আমার নিঃশ্বাস-প্রঃশ্ব…

 


সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতা।

শিরোনামঃ "কাঁদছে বাতাস"

কলমে- স্বপন কুমার সরকার।

          ( ০২.০৪.২০২২)


আমি একবার উঁকি দিতেই

মাথা লুকিয়ে নিল ওরা পাতার আড়ালে;

জানতেও দিলনা কিসের ব‍্যথায়

ছটফট করছে বাতাসেরা।


আমার নিঃশ্বাস-প্রঃশ্বাসের সাথে,

আমার বেঁচে থাকার সাথে ওদের সম্পর্ক;

অথচ ওরা আজ কেমন যেন নিতান্তই

আধমরা,অজৈবে ভারি ভারি।


উদ্বিগ্ন,উত্তাল ,পাগল বাতাস!

হয়তো আমার-আমাদের কুকর্মে অশান্ত;

তোমরা কি শুনতে পাও না ওদের

ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার শব্দ।


অতি প্রাচুর্যের লোভে আমিই কখন

আমার প্রাণ বায়ুকে বিষাক্ত করে তুলেছি-

বুঝতেই পারিনি;তাই আজ আর

কান পেতে শুনতে পাইনা ওদের মর্মর ধ্বনি।


কাঁদছে আকাশ, কাঁদছে বাতাস

করুণ সুরে,একবার সময় করে শুনতে বলছি;

হে তোমাকেই বলছি,তুমিই পারবে;দেখো

বাইরেটা,একটু আপন করে দেখো না।


নিজেকে ভালোবাসতে গিয়ে,

নিজেকে সুখী রাখতে গিয়ে, স্বর্গসুখের

সার্থপরতায় প্রকৃতির বুকে যে শেল

বিঁধিয়ে ছি আমি,সে অনুতাপ প্রায়শ্চিত্তহীন।

💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦