Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

জীবন চলেকলমে- নীলধ্রুবতারা০১-০৪-২১জীবনের ঘুনধরা জানালায় হাত রেখে ভাবছে প্রাণ,অমোঘ শক্তির এক আকাশ শীতল হাওয়া কম পড়ছে জঞ্জাল পূর্ণ ঘরটায়!একটা কোণে জমে থাকা আবর্জনা দুর্গন্ধ ছড়াচ্ছে ঘরময়,নিটোল শরীরে একটাও ভাঁজ বাকি নেই যেখানে …

 



জীবন চলে

কলমে- নীলধ্রুবতারা

০১-০৪-২১

জীবনের ঘুনধরা জানালায় হাত রেখে ভাবছে প্রাণ,

অমোঘ শক্তির এক আকাশ শীতল হাওয়া কম পড়ছে জঞ্জাল পূর্ণ ঘরটায়!

একটা কোণে জমে থাকা আবর্জনা দুর্গন্ধ ছড়াচ্ছে ঘরময়,

নিটোল শরীরে একটাও ভাঁজ বাকি নেই যেখানে ঘামের দুর্গন্ধ নেই-

অস্পৃশ্যতা এসে আলো কে গ্রাস করছে নিস্তব্ধ অন্ধকারে!

বিষাদের প্রদীপটা টিমটিম করে জ্বলছে কুলুঙ্গিময়,

অসহায়কে সম্বলহীন করছে ভাগ্যের নিদাঘ-

নেশাগ্রস্ত বিকেল এসে দরজাটা বন্ধ করে সন্ধ্যার কোলে,

একপ্রস্থ সকালের আশানিয়ে একবুক অন্ধকারকেও হার মানায়,

একদিন সুবাসিত বাতাস আর সুন্দরতর সমুদ্রোচ্ছাসে সবকিছু ধুয়ে ফেলবে...

রঙিন নেশা কাটিয়ে সাদা চোখে আকাশ দেখবে সামনের ভবিষ্যৎ।