Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন গদ্য কবিতা শিরোনাম " লেখো না পুরুষদের কথা" কলমে- সুনীল বণিক। ০১/৪/২০২১***************
লেখো না পুরুষদের কথাসুনীল বণিক। 
**************এই যে, তোমরা , তোমাদের বলছি---তোমরা অন্তরের সুপ্ত যন্ত্রণার কথাইনিয়ে…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

গদ্য কবিতা 

শিরোনাম " লেখো না পুরুষদের কথা" 

কলমে- সুনীল বণিক। 

০১/৪/২০২১

***************


লেখো না পুরুষদের কথা

সুনীল বণিক। 


**************

এই যে, তোমরা , তোমাদের বলছি---

তোমরা অন্তরের সুপ্ত যন্ত্রণার কথা

ইনিয়ে বিনিয়ে প্রকাশ করো।

ইশারা ইঙ্গিতে দোষারোপ করো

পুরুষ সমাজ কে, প্রতিনিয়ত। 

পুরুষেরা কি দুঃখই দেয় কেবল?

হৃদয় নিয়ে করে খেলা?

তোমরা নারী নির্যাতনের

কথা আবৃত্তি করো, শ্লোগান তোলো।

মহিলা ধর্ষণের ছবি আঁকো। 

বার বার ধিক্কারে জর্জরিত করো,

পুরুষ জাতির, পুরুষ গোষ্ঠীকে। 

কখনো কি ভেবেছো, ওখানেও

এক একটা করে হৃদয় আছে?

সেখানে ক্ষত আছে শত শত।

তারাও প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে

ধর্ষিত হয়, অত্যাচারিত হয়, রোজ। 

কখনো বাবা হিসাবে সন্তানের কাছে,

কখনো স্বামী হিসাবে স্ত্রীর কাছে,

কখনো দাদা হিসেবে বোনের কাছে।

কখনো প্রেমিক হিসাবে।।।।।।

ওদের ও গোপনে, আড়ালে,

অশ্রু বয়ে চলে, নীরবে, একান্তে।

সবার আবদার, অধিকার, আশা

পূরণ করতে না পারায়, 

বার বার একটা পুরুষ হয় হেয়,

অপমানিত, অত্যাচারিত, নির্যাতিত। 

লেখো না, লেখো না তোমারাও পুরুষের

দগ্ধ হৃদয়ের কথা, ভরো না রঙ,

ক্যানভাসে ওদের যন্ত্রণার চিত্র। 

মূল্যায়ন করো না পুরুষ দের ও আছে

একটা মন তোমাদেরই মতো।

সেখানেও থাকে প্রেম, ভালোবাসা, 

মানবিকতা আর কর্তব্যবোধ।

তোমাদের কলম ও কথা বলুক 

ওদের নিয়ে, যেমন লেখে 

পুরুষেরা নারীদের নিয়ে, গুনোগান গায়, 

কত সুন্দর কবিতা রচে। দেখি 

সমস্ত পেজে, পত্রিকায়। এখানে ওখানে।

আঁকে কত আকর্ষিত ছবি।।

তোমরাও লেখো, হ্যাঁ, তোমাদের বলছি। 

লেখো না, পুরুষদের কথা।।