Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃlষ্টি সাহিত্য যাপন।শিরোনাম - *বকুলের ঝরা ফুল *কলমে-টিঙ্কু ঘোষ (মিষ্টি) তারিখ - ২ /৪/২০২১ বকুলের ঝরা ফুল কুড়িয়ে নিয়েছো তুমি, গন্ধ শুখে দেখো না গো! মালা গেঁথে রেখে দিও। মাঝে মাঝে গন্ধ ছড়াবো আমি। যদি একটুখানি ভালোবেসে থাকো----…



 সৃlষ্টি সাহিত্য যাপন।

শিরোনাম - *বকুলের ঝরা ফুল *

কলমে-টিঙ্কু ঘোষ (মিষ্টি) 

তারিখ - ২ /৪/২০২১ 

বকুলের ঝরা ফুল কুড়িয়ে নিয়েছো তুমি, 

গন্ধ শুখে দেখো না গো! 

মালা গেঁথে রেখে দিও। 

মাঝে মাঝে গন্ধ ছড়াবো আমি। 

যদি একটুখানি ভালোবেসে থাকো------

শুভক্ষনে কাছে ডেকো। 

সেই মালা শুকিয়ে যদি যায়, 

ফেলে দিও ঘরের কোণায়। 

দুঃখ পেলে তাকিয়ে দেখো 

ঘরের কোণে আনন্দ বিলাবো আমি । 

বকুলের ঝরা ফুল নিয়েছিলে তুলে

সুগন্ধে ভরে ছিল তোমার মন।

সেদিন দেয়নি তোমায় চিনে নিতে, 

মনের কোনে ছিল যতো আলোড়ন , 

শুকনো ফুলের গন্ধ করেনা তো  বিচরণ।

🤜🤛❤️❤️মিষ্টি ❤️❤️🤜🤛©️