রঙ(কবিতা)কলমে: সুবর্ণা অধিকারী২/৪/২০২১রঙের ফাগুন লাগায় আগুনশ্রীরাধিকার মনেএমন দোলে আসবে কি সেতার ই কুঞ্জবনে।
লাল,নীল হলুদ ফাগের রঙেসাজছে আজ ধরনীশিমুল পলাশ কৃষ্ণচূড়াসাজায় সকল অবনী।
ফাগ মেখে রাই ভারী খুশিআপন মনে হাসেএমন দিনেই গোঠে…
রঙ(কবিতা)
কলমে: সুবর্ণা অধিকারী
২/৪/২০২১
রঙের ফাগুন লাগায় আগুন
শ্রীরাধিকার মনে
এমন দোলে আসবে কি সে
তার ই কুঞ্জবনে।
লাল,নীল হলুদ ফাগের রঙে
সাজছে আজ ধরনী
শিমুল পলাশ কৃষ্ণচূড়া
সাজায় সকল অবনী।
ফাগ মেখে রাই ভারী খুশি
আপন মনে হাসে
এমন দিনেই গোঠের গোপাল
তার কাছেতে আসে।
রাধাকৃষ্ণের মিলন মেলা
দেখবে ব্রজের নরনারী
রাইয়ের সাথে হোরী খেলতে
(এবার) আসবে বুঝি হরি।