নিবেদন–প্রদীপ শর্ম্মা সরকার
সনির্বন্ধ অনুরোধ–পুষ্পপাত্রে জঙ্গলী ফুলের মিশ্রণ গ্রহণ করুন।পুষ্পশুদ্ধির গুপ্তমন্ত্র পাঠ করে,শ্বেতচন্দন সুঘ্রাণ লেপে,প্রকোষ্ঠের অলিন্দপথে নিষ্ক্রান্ত হোকতৃণগুল্মের জঠরের ফুলের অনিন্দ্য প্রশ্বাস।
সবিনয় ন…
নিবেদন–প্রদীপ শর্ম্মা সরকার
সনির্বন্ধ অনুরোধ–
পুষ্পপাত্রে জঙ্গলী ফুলের মিশ্রণ গ্রহণ করুন।
পুষ্পশুদ্ধির গুপ্তমন্ত্র পাঠ করে,
শ্বেতচন্দন সুঘ্রাণ লেপে,
প্রকোষ্ঠের অলিন্দপথে নিষ্ক্রান্ত হোক
তৃণগুল্মের জঠরের ফুলের অনিন্দ্য প্রশ্বাস।
সবিনয় নিবেদন–
বর্ণচ্ছটায় সমুজ্জ্বল অরুণ সান্নিধ্যপ্রাপ্ত
জাতি মাহাত্যে গরবিনী পুষ্পরাজির
সমপ্রত্যয় প্রদান করুন
রবিকিরণের দাক্ষিণ্য বঞ্চিত
অপুষ্ট অকিঞ্চিৎ ফুলরাশিকে।
সসঙ্কোচ আবেদন–
দেবঅর্ঘ্যে ব্রাত্য যত পত্র পুষ্প তৃণ,
প্রাণপণ প্রকাশ প্রচেষ্ট
মানবদৃষ্টির গোচর লক্ষ্যে,
আদিগন্ত প্রান্তরে বিন্দুসম যার উপস্থাপনা,
ব্যক্ত হোক,ব্যাপ্ত হোক ভূলোক দ্যুলোক বিস্তারে।
বিনীত নিবেদন–
সর্বাঙ্গে ফুলরেণু মেখে সংগ্রাহক ভ্রমর,
গুনগুন গুঞ্জনে সঙ্গীত পরিবেশক মৌমাছি,
উদয়াস্ত পরিশ্রমী প্রেমিক,গুণগ্রাহী কীট–
সেই নিযূত অপাঙ্ক্তেয় ফুলরাশির
সামগ্রিক সৌন্দর্যায়নে প্রচারব্রতী।