Page Nav

HIDE

Post/Page

May 19, 2025

Weather Location

Breaking News:

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
তমসা 
                          অভিজিৎ ০২।০৪।২০২১
অন্ধকারের বুক চিড়ে একফালি চাঁদ সে দিন তার অবগুণ্ঠন খুলেছিল।উত্তর দিকের পাহাড় থেকে একটা হিমেল বাতাস মনপ্রাণ জুড়িয়েছিল।অন্ধকার তো চোখে শয়েই আসছিল,চাঁদনি তাকে করেছিল…

 


সৃষ্টি সাহিত্য যাপন


তমসা 


                          অভিজিৎ 

০২।০৪।২০২১


অন্ধকারের বুক চিড়ে একফালি চাঁদ সে দিন তার অবগুণ্ঠন খুলেছিল।

উত্তর দিকের পাহাড় থেকে একটা হিমেল বাতাস মনপ্রাণ জুড়িয়েছিল।

অন্ধকার তো চোখে শয়েই আসছিল,চাঁদনি তাকে করেছিল অরো পরিস্কার।

অনেক বছর আগে, কোন এক সাঁঝবেলা অতিক্রম করে একটু রাত দেখেছিল প্রান্তিক কোন শহর।

দুটো তরুণ প্রাণ সেই চাঁদনির আলো আর হিমেল বাতাসে ভেসে চলেছিল রূপকথার দেশে।

পরে কি হবে?পরিণতিতে কি আছে? সবটাই থেকে গিয়েছিল না ভাববার অবকাশে।

পরিণতি হয় নি সুখের, আবেগ আর বাস্তবের দন্দে, হারল শেষে আবেগ।

আবেগী মন ধ্বংসস্তূপের নিচে চাঁপা পড়ে আছে আজও, অথচ দুনিয়া নিরুদ্বেগ!


সে দিনের সেই একফালি চাঁদ,সেই হিমেল বাতাস দোলা দিয়ে যায় রোজ।

হারিয়ে যাওয়া আবেগী মনের কেউ আর রাখে নি কোন খোঁজ।

খোঁজ রাখে না কেউ, চর্চা চলে কয়েক দিন।

একটা সময় ধূলোতে পরে চাঁপা,সেই হিমেল দিন।

সমাজ বড়োই জটিল, অনেক কুটিলতা পরিপূর্ণ।

বাস্তবতা এখানে প্রকট,আবেগের নেই চিহ্ন।

একটি সূর্যাস্ত সূচনা করে আর একটি সূর্যোদয়।

আবেগী মনে চির তমসা,ধীরে ধীরে হলো ক্ষয়।।