Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
 বিভাগ- অণু গল্প #শিরোনাম- এক দিনের ডাল ভাত #কলমে- রিঙ্কি রেটিনা দে দাসতারিখ- ১৬|০৪|২০২১
  গঙ্গারাম তার একমাত্র ছেলে আর বউকে নিয়ে থাকতো কাটোয়ার এক গ্রামে। সে দিন মজুরের কাজ করে যা উপার্জন করতো তা দিয়ে তিন জনের  …

 


সৃষ্টি সাহিত্য যাপন


 বিভাগ- অণু গল্প 

#শিরোনাম- এক দিনের ডাল ভাত 

#কলমে- রিঙ্কি রেটিনা দে দাস

তারিখ- ১৬|০৪|২০২১


  গঙ্গারাম তার একমাত্র ছেলে আর বউকে নিয়ে থাকতো কাটোয়ার এক গ্রামে। সে দিন মজুরের কাজ করে যা উপার্জন করতো তা দিয়ে তিন জনের  সংসার চলতো। হঠাৎ এক দুর্ঘটনায় গঙ্গারামের পা দুটো অচল হয়ে যায়। তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। কিন্তু কি করা যাবে তিন জনকে তো বেঁচে থাকতে হবে। 


আর কোনো উপায় না দেখে গঙ্গারাম গ্রামের মন্দিরের বাইরে বসে ভিক্ষা করতে লাগলো, আর ভিক্ষার শেষে যা পায় তাই দিয়ে তিন জন খেয়ে কোনো রকমে বেঁচে আছে। 


গঙ্গারামের বউ খবর পায় আজ গ্রামের জমিদার বাড়িতে অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠানে বিভিন্ন কাজ করার জন্য কিছু লোক লাগবে। তাই গঙ্গারামের বউ সেখানে হাজির হলো আর সৌভাগ্যবসত সে পাতা কোরানীর কাজটা পেলো। 


জমিদার বাড়ির আমন্ত্রিত অতিথিরা খেতে বসলে তাদের খাওয়া দূর থেকে বসে গঙ্গারামের ছেলে দেখতে থাকে। গঙ্গারামের বউ তার কাজ সারার পর রান্নার পুরুত তাকে কিছু বেচে যাওয়া খাবার দিয়ে ছিল। কিন্তু সে ঐ খাবার না নিয়ে বলেছিল  ''বাবু আমার কাজের মজুরিটা দেন এই টাকা দিয়ে একটু চাল আর ডাল কিনবো। অনেক দিন পর নিজে হাতে রান্না করে স্বামী আর ছেলের সাথে খাবো। রোজই তো খাই ভিক্ষার খাবার আজ উপার্জন করে খাবো। 

একদিনের ডাল ভাত।"