Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন✍️ ম্যাহেক
নতুন বছর সম্পর্কে কার কি আশা আমি জানি না, এটা সম্পূর্নই আমার ব্যক্তিগত মতামত,তাই দু / চার কথায় জানালাম........
শুভ নববর্ষ সুমিতা সরকার ঘোষ (ম্যাহেক)১৫.০৪.২০২১
নতুন বছর সামনে দাঁড়িয়ে শুধু প্রবেশের অপেক্ষ…

 


সৃষ্টি সাহিত্য যাপন

✍️ ম্যাহেক


নতুন বছর সম্পর্কে কার কি আশা আমি জানি না, এটা সম্পূর্নই আমার ব্যক্তিগত মতামত,তাই দু / চার কথায় জানালাম........


শুভ নববর্ষ 

সুমিতা সরকার ঘোষ (ম্যাহেক)

১৫.০৪.২০২১


নতুন বছর সামনে দাঁড়িয়ে শুধু প্রবেশের অপেক্ষায়। 

আমরা সবাই প্রত্যাশা নিয়ে, ক্রমে ক্রমে পাবার আশায়।


যা হারিয়ে গেছে, যা চলে গেছে, স্মৃতিতে শুধুই যা দুঃখের, 

আবার সব সাজিয়ে, প্রতীক্ষা শুরু নতুন ভোরের। 


হতে পারে যা গেছে তার চেয়েও আগামীতে শুভ সম্ভাবনা, 

মনের সমস্ত কোন আনন্দেতে,

ভরে যাবার সঠিক অনুপ্রেরণা। 


দরিদ্র, অবহেলিত মানুষদের জন্য, খুলবে অনেক রকম সুযোগ, 

কেটে যাবে জীবনে ঘটে যাওয়া, সকল রকম দূর্যোগ,


মেনে নিতে হবে হারানো যা কিছু,  প্রাপ্তি ছিল না আমার,

সৌভাগ্য হাতছানি দেয়, ক্রমশঃ তার কাছেতে যাবার।


আগামীতে মিষ্টি শীতের ছোঁয়া, কমলালেবু, 

আর নানা রংয়ের ফুল,

পিকনিক আর ছুটির মজায়,

আনন্দেতে মন আকুল।


নতুন বন্ধু, নতুন অভিজ্ঞতা, 

নতুন আত্মার আত্মীয়, 

প্রবীন, নবীন সব মিলেমিশে, 

অভ্যর্থনার মালা পরিধেয়। 


সবাই যখন নতুনে মাতোয়ারা,

হারিয়ে গেছে মন,

দিনের শেষে যে যার একাকী, 

একাকীত্বই সবচেয়ে বড় আপন..........


১৪২৮/ শুভ নববর্ষ / ১৫ ই এপ্রিল /সোমবার.......!!