Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম:-নববর্ষে বাঙালীকলমে:-শান্তি দাসতারিখ:-১৬/০৪/২০২১ইং
এবার এসেছে নববর্ষ নতুন ভাবে সবার কাছে, নেই মানুষের মনে তেমন আনন্দ মেতে উঠবে সাজে। নববর্ষ মানেই বাঙালির ঘরে ঘরে কত আয়োজন, মানুষের মনে নেই আনন্দ তাই নতু…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম:-নববর্ষে বাঙালী

কলমে:-শান্তি দাস

তারিখ:-১৬/০৪/২০২১ইং


এবার এসেছে নববর্ষ নতুন ভাবে সবার কাছে, 

নেই মানুষের মনে তেমন আনন্দ মেতে উঠবে সাজে। 

নববর্ষ মানেই বাঙালির ঘরে ঘরে কত আয়োজন, 

মানুষের মনে নেই আনন্দ তাই নতুন সাজে সাজবে কতজন। 


সবার মনে একটাই নতুন পোশাক পড়ে মন্দিরে যাওয়া, 

দিনটা বড় আনন্দের মাছ মাংস মন্ডা মিঠাই খাওয়া।

কচিকাঁচাদের মনে কত আনন্দ নতুন জামা পড়বে তাই, 

সেজেগুজে বন্ধুদের সাথে কত আনন্দ তার সীমা নাই। 


বাঙালির এই নববর্ষ মানে বড় উৎসব, 

ঘরে ঘরে আনন্দ রান্না বান্না খাওয়া দাওয়া সব।

আজ এসেছে নববর্ষ মানুষের আশার আলো নিয়ে, 

হবে কি দূষণ মুক্ত পৃথিবীর সবার মুখে হাসি ছড়িয়ে দিয়ে। 


সবার মুখে এসো হে বৈশাখ নতুন পল্লব ছড়িয়ে, 

মান অভিমান ভাঙ্গিয়ে পৃথিবী নতুন রূপ দিয়ে। 

থাকবে না কোন ভয়ভীতি নতুন ছন্দ নিয়ে, 

সমস্ত কালো ঘুচিয়ে আশার আলো ছড়িয়ে দিয়ে। 


তবেই তো এই নববর্ষ পুরনো ভুলে নতুনের আহবানে, 

সবার মনে আনন্দ জাগাও প্রকৃতির রূপের জাগরণে। 

স্নিগ্ধ শান্ত পরিবেশের পরশে নতুনের আহবান, 

তবেই তো বাঙালির সাজবে আনন্দে গাইবে জীবনের জয়গান।