Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা- প্রত্যাশিত জীবনকলমে- ফেরদৌসী বেগমরাজশাহী/ ১৫.০৪.২০২১
এখানে সকাল হয়বহুতল ভবনের ফাঁক দিয়ে আসা এক চিলতে রোদ্দূরে,ঘুম ভাঙ্গে কাপের শব্দেঅরণ্য হারিয়েছে বহুকাল আগে,কোকিলের ডাক শুনি নালনে জাগা সবুজ ঘাসের কোমল ড…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা- প্রত্যাশিত জীবন

কলমে- ফেরদৌসী বেগম

রাজশাহী/ ১৫.০৪.২০২১


এখানে সকাল হয়

বহুতল ভবনের ফাঁক দিয়ে আসা 

এক চিলতে রোদ্দূরে,

ঘুম ভাঙ্গে কাপের শব্দে

অরণ্য হারিয়েছে বহুকাল আগে,

কোকিলের ডাক শুনি না

লনে জাগা সবুজ ঘাসের কোমল ডগা 

বসন্তের কথা বলে।

নগর জীবনের কোলাহল থেমে গেছে লকডাউনে

এখানে মানুষগুলো আজ বড় অসহায়

প্রার্থিত প্রার্থনায় প্রতিদিন ডেকে যাই

হে ঈশ্বর মঙ্গল করো

আমাদের জীবনকে প্রলম্বিত করো

অতিমারীর ঝঞ্ঝা বিক্ষুব্ধ দিনগুলো 

ধুলিসাত করো।

তোমার উদিত সূর্য শিখায়

 ভস্মীভূত করো জীবানু,

তোমার বারিধারায় ধূয়ে দাও এ ভূমি

শূণ্য থেকেই জেগে উঠুক এ প্রাণ

অন্তত যারা বেঁচে আছে বেঁচে থাক 

খোলা হাওয়ায়। 

প্রতিটি নিঃশ্বাস গুনে যায় আর নয় আর নয়

ধমনীতে বয়ে যায় মৃত্যু ভয়,

 আইসিইউ এর করিডোরে অপেক্ষমান 

রোগী জানে জীবনের দাম

স্বজন জানে কস্টের রং,

তবুও প্রত্যাশা থাকে জীবন হোক 

নির্ভার, নির্মল স্রোতস্বিনী

থাক আধো কথা, আধো সুখ, আধো ভালোবাসা

তবুও বেঁচে থাকি এতটুকই আশা।