Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন#বিভাগ_কবিতা #শিরোনাম_রঙ্গমঞ্চ#কলমে_মৃন্ময়_সমাদ্দার #তারিখ_০২/০৪/২০২১জীবনের এই রঙ্গমঞ্চ,আমরা করি অভিনয়। জন্ম থেকে শুরু হয়ে,শেষ হয়ে যায় চিতায়।।মাঝের এই সময়কাল,সবটাই যে মায়ার কাল। ধীরে ধীরে বড় হয়ে করতে …

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন

#বিভাগ_কবিতা 

#শিরোনাম_রঙ্গমঞ্চ

#কলমে_মৃন্ময়_সমাদ্দার 

#তারিখ_০২/০৪/২০২১

জীবনের এই রঙ্গমঞ্চ,আমরা করি অভিনয়। 

জন্ম থেকে শুরু হয়ে,শেষ হয়ে যায় চিতায়।।

মাঝের এই সময়কাল,সবটাই যে মায়ার কাল। 

ধীরে ধীরে বড় হয়ে করতে হবে জীবন জয়।।

জীবন তো নয় এতো সহজ,অনেক কঠিন পথ। 

পদে পদে দলতে হবে অনেক কাঁটার পথ।। 

অবশেষে পৌঁছবে তুমি,তোমার অভীষ্টে । 

যদি থাকো সোজা পথে তবেই সেটা হবে।। 

করলে চালাকি,পাবে না পার। 

ওপরওয়ালা রাখছে হিসাব তোমার বরাবর।। 

ছোট থেকে বড় বেলা সবখানেই চাই লড়াই। 

লড়াই করে জিততে পারলে হবে জনমেজয়।। 

জীবন যুদ্ধের মাঝি তুমি,কিভাবে করবে পার। 

তোমাকেই বুঝে চলতে হবে নয়তো পাবে না পার। 

রক্ষা তোমায় করবে না কেউ,লড়তে হবে একা। 

নিজের পায়ে দাঁড়াতে পারলে তবেই হবে সেটা।। 

অনেক কথাই ফেললাম লিখে শুধুই মনের খেয়ালে। 

ভুলে গেলে চলবে না নয়তো সবটা যাবে জলে।।