Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ড্রাইভিং লাইসেন্স---বাড়ি বসে অনলাইনে পরিষেবা

"ড্রাইভিং লাইসেন্স---বাড়ি বসে অনলাইনে পরিষেবা"অমিতাভ গঙ্গোপাধ্যায়, কলকাতালাইসেন্সবিহীন গাড়ি ড্রাইভ করলে নিয়ম লঙ্ঘনের অভিযোগে কাটা হতে পারে মোটা টাকার চালান।তাই গড়িমসি না করে যত দ্রুত সম্ভব ড্রাইভিং লাইসেন্স বানিয়েনিন।এত…

 


"ড্রাইভিং লাইসেন্স---বাড়ি বসে অনলাইনে পরিষেবা"

অমিতাভ গঙ্গোপাধ্যায়, কলকাতা

লাইসেন্সবিহীন গাড়ি ড্রাইভ করলে নিয়ম লঙ্ঘনের অভিযোগে কাটা হতে পারে মোটা টাকার চালান।তাই গড়িমসি না করে যত দ্রুত সম্ভব ড্রাইভিং লাইসেন্স বানিয়েনিন।এত দিন ড্রাইভিং লাইসেন্স বানাতে আর.টি.ও অফিসে যেতে হোত।কিন্ত এবার থেকে আর অত ঝক্কি পোয়ানোর দরকার নেই।বাড়িতে বসেই আবেদন করে পেয়ে যেতে পারেন লাইসেন্স।


       সম্প্রতি মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এর তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে।যেখানে বলা হচ্ছে RTOর দেওয়া কিছু সার্ভিস এবার থেকে ডিজিটাল হয়ে যাচ্ছে।এও পরিস্কার করে বলা হয়েছে যে,এবার থেকে ড্রাইভিং লাইসেন্স তৈরি করার প্রক্রিয়া ডিজিটালেই সম্পন্ন করা হবে।এবার জানা যাক,কি কি বিষয়ে পরিবর্তন হতে চলেছে?মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এর তরফ থেকে সর্বপ্রথম এই নোটিফিকেশন জারি করা হয়।বলা হচ্ছে রেজিস্ট্রেশন ও সার্টিফিকেট সংক্রান্ত সসমস্ত কাজকর্ম এবার থেকে কম্পিউটারাইজড্ করা হবে। আরো বলা হচ্ছে যে আধার অথিন্টিকেশনের সাহায্যে ই গাড়ি ব‍্যবহারকারিরা এই কনট‍্যাক্টলেস সার্ভিসের সুবিধা উপভোগ করতে পারবেন।তার জন‍্যে গাড়ি ব‍্যাবহারকারিদের ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট আধার নম্বরের সাথে যুক্ত করতে হবে।নতুন এই সার্ভিসের নাম'Adhar Card Based Driving License.


    মোট আঠারো টি সুবিধা পেতে চলেছেন ব‍্যাবহারকারিরা।তার মধ‍্যে অত‍্যন্ত গুরুত্বপূর্ণ হল 'লার্ণিং ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল,-যার জন‍্য এবার থেকে গাড়ি চালিয়ে দেখাতে হবে না ব‍্যবহারকারিদের,ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স, লাইসেন্সের ঠিকানা পরিবর্তন--ইত‍্যাদি বহু সুবিধা পাওয়া যাবে।এছাড়া মোটরবাইক ওচারচাকা ব‍্যবহারকারিরা আরো কিছু সুবিধা পেতে চলেছেন। যেমন,মোটরবাইক হস্তান্তরের বিজ্ঞপ্তি জারি খরা,হস্তান্তরের আবেদন ,রেজিস্ট্রেশন সার্টিফিকেট এর জন‍্য NOC প্রদান করা প্রভৃতি।তাই এবার থেকে আর কোন ঝক্কি ছাড়াই স্রেফ আধার নম্বর লিঙ্ক করার মধ‍্যে দিয়েই যাবতীয় কাজ বাড়ি বসেই করে নেওয়া যাবে।