Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

ফুলদানিতে  এক আকাশ অন্ধকারশ্রাবন্তী গায়েন04/05/21
নিশীথ রাতের স্বপ্নের হাতছানিতে বিবস্ত্র চোখঘুম ভাঙ্গায়--ভয়ে আতকে উঠি,সভ্যতার চোরা অলিতে গলিতে গড়ে উঠেছে অভিজাতদেরবেডরুম--এক আকাশ অন্ধকার, হারিয়ে যাচ্ছে আধুনিক সুন্দরীরা,দ্রুতত…

 


ফুলদানিতে  এক আকাশ অন্ধকার

শ্রাবন্তী গায়েন

04/05/21


নিশীথ রাতের স্বপ্নের হাতছানিতে বিবস্ত্র চোখ

ঘুম ভাঙ্গায়--

ভয়ে আতকে উঠি,

সভ্যতার চোরা অলিতে গলিতে গড়ে উঠেছে অভিজাতদের

বেডরুম--

এক আকাশ অন্ধকার, হারিয়ে যাচ্ছে আধুনিক সুন্দরীরা,

দ্রুততর পরিবর্তন করছে চোখের দৃষ্টি।

মায়াবী আলোর ছটায় বিলুপ্ত বনস্পতির ছায়া--

বোঝেনা আধুনিক মন।

পূর্নিমার চাঁদে লেগেছে গহন,

মূল্যবান ফুলদানিতে সাজানো এক রাশ অন্ধকারের

রজনীগন্ধারা--

শুভ্রতার অপচয়,সভ্যতা কালিমালিপ্ত।

সাদা বকের পাখায় কালোর আবরণ,

দৃশ্যমান চলচ্চিত্রে অদৃশ্য অধ্যায়।

সভ্যতার অন্তর্গত ক্ষয় , পচনশীল সমাজ

প্রলোভনের স্বীকার।

হাজারো মানুষ সেই সৌরভে ছুটছে--

বোঝেনা চাঁদের গায়ে অসুখ।

 ফুলদানিতে সাজানো রঙিন ফুলের বাহার,

হিমায়িত কলঙ্কের দাগ চির অক্ষত।

নতুন সভ্যতাকে  উপহার দিয়ে চলেছি অন্ধকার,

নগ্ন পায়ে একাকি চোখ পায় না সাহস প্রতিবাদ করার,

সভ্যতার আকাশে কালো মেঘ শুধু অন্ধকার আর অন্ধকার।