Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

বিভাগ  : কবিতা শীর্ষক   : তোমার সময় এখন নয় কলমে   : শঙ্কর 
নাহ্ আমি হয়তো পারিনি কিন্তু তুমি ঠিক পারবে তুমি পারবে গোধূলি বেলায় আবার  ফিরে আসার বিজ্ঞাপন পড়তে কয়েকটা বিনিদ্র রজনী কয়েক শত বছর হয়ে ছিলো আমার কাছে যেখানে গোধূলির প্রবেশ ন…

 


বিভাগ  : কবিতা 

শীর্ষক   : তোমার সময় এখন নয় 

কলমে   : শঙ্কর 


নাহ্ আমি হয়তো পারিনি কিন্তু তুমি ঠিক পারবে 

তুমি পারবে গোধূলি বেলায় আবার  ফিরে আসার বিজ্ঞাপন পড়তে 

কয়েকটা বিনিদ্র রজনী কয়েক শত বছর হয়ে ছিলো আমার কাছে 

যেখানে গোধূলির প্রবেশ নিষেধ ছিলো,  বারন ছিলো আলোর প্রবেশ 

কৃত্রিম ভয়  অকৃত্রিম ভালোবাসার কাছে হেরে গেলো এক রাতে

মন জুড়ে জেগে উঠলো এক ইচ্ছে, যেখানে সমাধিস্থ হলো অপ্রকাশিত ভয়

শুনতে পেলাম যুদ্ধের দামামা, ইচ্ছে বনাম অনিচ্ছে........

নাহ্ আমি হয়তো পারিনি কিন্তু তুমি ঠিক পারবে 

তখন আমি বিধ্বস্ত রণ ক্লান্ত এক যোদ্ধা, সারা মুখ গোধূলি আলোয় ঢাকা 

প্রত্যক্ষদর্শী অস্ত যাওয়া সূর্য বলে যায়, যোদ্ধা ওঠো আগামী তোমার 

মৃত্যু তোমার সময় এখন নয়, লড়াইয়ের পরে শুধু ফিরে আসা 

ফিরে যাওয়া নয়, ঝরা পাতা পূর্ণ গঠনের দাবি নিয়ে যায় সরে 

আমিও কেমন চির সবুজ দেখ, তুমি ও পারবে ঠিক.....

গোধূলি বেলার বিজ্ঞাপনে লেখা  আজ আসি , আগামী তোমার ভাবতেই ভালোবাসি