Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা : উঠলো ঝড় হঠাৎকলমে : শক্তিপদ ঘোষতারিখ : ১৪ , ০৫ , ২০২১
উঠলো ঝড় হঠাৎ বাঁধা রইলো না কানে কানে ,ঝড়টা শাব্দিক আকস্মিক বিঘোষিত কাটমানি ;দানব একটা পকেটে ঘুমিয়েছিল আরামে ,জানা ছিল না কারও তার …

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা : উঠলো ঝড় হঠাৎ

কলমে : শক্তিপদ ঘোষ

তারিখ : ১৪ , ০৫ , ২০২১


উঠলো ঝড় হঠাৎ বাঁধা রইলো না কানে কানে ,

ঝড়টা শাব্দিক আকস্মিক বিঘোষিত কাটমানি ;

দানব একটা পকেটে ঘুমিয়েছিল আরামে ,

জানা ছিল না কারও তার ব্যাপ্তিটা কতখানি ।


পাঁজরে আমাদের এমন একটা অণুজীব

ঘুণ ধরাতে পারে কতটা বোঝা গেল আজ ;

হাত পা ছুঁড়ে রক্তের ভিতরে কর্কটে কীট

সোল্লাসে সে এমনই নাচে বাজায় পাখোয়াজ ।


রক্তপায়ীদের মেটেনাকো রক্তের পিপাসা ,

বুক তাদের মরুভূমি সাহারা-অতিরিক্ত ;

জঠরে ওদের চির-মন্বন্তর নেয় বাসা ,

রাজা-উজিরেরা জানি চিরকাল থাকে রিক্ত ।


বাহির হতে ঘা না খেলে খুব বড় রকম ,

বন-কাঁপানো হুঙ্কার কভু দেয় না ব্যাঘ্ররাজ ;

রাজত্বটা ততদিন সে চালায় ইচ্ছামতন ,

হয়তো হবে তেমন কিছুর এসেছে আন্দাজ ।


চাইবো না আসুক কারও তেমন কোন দুঃসময় ,

শব্দটা তাই থাক যেমন থাকে অভিধানে ;

থাবাটা অন্যের অন্নে না যেন বসাতে হয় ,

শান্তিতে যেন ঘুমায় গিয়ে নিশ্চিন্ত শ্মশানে ।

----------------------------------------------------------------