Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা- উপেক্ষা ছিলোনাকলমে- সঞ্জয় কুমার পালতারিখ- ১৫/০৫/২০২১ ইংরেজী।=======================অপেক্ষার প্রহর অতি দীর্ঘ হয়আগে তা কখনো বুঝিনি,বুঝেছি সেদিন কথা দিয়েও যেদিনতুমি কথা রাখতে আসোনি।
আমি এঁকেছিলাম স্বপ্ন কাজ…


 সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা- উপেক্ষা ছিলোনা

কলমে- সঞ্জয় কুমার পাল

তারিখ- ১৫/০৫/২০২১ ইংরেজী।

=======================

অপেক্ষার প্রহর অতি দীর্ঘ হয়

আগে তা কখনো বুঝিনি,

বুঝেছি সেদিন কথা দিয়েও যেদিন

তুমি কথা রাখতে আসোনি।


আমি এঁকেছিলাম স্বপ্ন কাজল

তোমাতে হয়েছিলাম বিভোর,

বুঝতে দিলে না কখনো আমায়

দুটো মনের ব্যবধান কত দূর।


আমি তোমায় বসিয়ে ছিলাম

বুকের ঠিক বাম পাশে,

কতো স্বপ্নের প্রাসাদ গড়েছি

থেকেছি তোমার আশে।


তুমি কখনো চপল হাসিতে

ভরিয়ে দিতে মন প্রাণ,

দুষ্টুমী করা স্বভাব ছিলো বলে

কখনো করিনি অভিমান।


মন দেয়া নেয়া হয়ে গেছে ভেবে

আমি গভীরতা খুঁজতে যাইনি,

 মানিয়ে নিতে চেয়েছি বার বার তবু

তোমার হিয়ার নাগাল যেন পাইনি।


একদিন তুমি হাত ধরে মোর

শপথ করতে বললে,

আমি বললাম কিসের শপথ

কোথাও কি তুমি চললে?


তুমি খোঁপা থেকে খুলে

                আমার হাতে তুলে

দিলে একখানি চিরকুট

তাতে লেখা ছিলো 

                 তোমার মনের কথা

সুন্দর হরফে গুট গুট।


চিরকুট পড়ে ঝরঝর করে

দু'চোখ বেয়ে নামলো 

                    শ্রাবণের বৃষ্টি,

লিখা ছিলো তাতে 

      আমি ইচ্ছে করেই তোমায়

কখনো উপেক্ষা করেছি

         আমি যে এক অনাসৃষ্টি।


তুমি ছিলে ছটফট মেজাজের

যখন যা মনে আসে বলতে,

সেদিন লিখেছিলে বেশি দিন নেই আর

নিভে যাবে জীবনের সলতে।


শুনেছিলাম রক্তে ক্যান্সার

বদলাতে যেতে হবে লন্ডন,

বললে জড়িও না ভাগ্যের সাথে মোর

পাবে তুমি খুঁজলেই প্রিয়জন।


একদিন চলে গেলে কোন কিছু না বলে 

শুনলাম উড়ে গেছো লন্ডন,

আর কোন খোঁজ নেই

অপেক্ষায় থেকে থেকে

একদিন আত্মীয় পেলো ফোন ।


এখানেই কবিতার টানলাম ইতিটা 

শেষটা লেখা বড় মুশকিল,

তবে  উপেক্ষা ছিলোনা

       ভালোবাসা ছিলো ঠিক

বুঝে ছিলাম শেষটায়, যবে

অসুখটাা দিনে দিনে হলো নীল।

              ***********