Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদলে কবিগুরুর জন্মজয়ন্তী পালন

করোনা পরিস্থিতিতে কবিগুরুর জন্মদিন অন্যভাবে পালন করল মহিষাদল জাতীয় নাট্য সংস্থা " মহিষাদল শিল্পকৃতি"। কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করা, আবৃতি, গান ও কবিগুরুর স্মৃতিকথা তুলে ধরার পাশাপাশি মহিষাদল এলাকা জুড়ে কোভিড সচেতন…

 



করোনা পরিস্থিতিতে কবিগুরুর জন্মদিন অন্যভাবে পালন করল মহিষাদল জাতীয় নাট্য সংস্থা " মহিষাদল শিল্পকৃতি"। কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করা, আবৃতি, গান ও কবিগুরুর স্মৃতিকথা তুলে ধরার পাশাপাশি মহিষাদল এলাকা জুড়ে কোভিড সচেতনতার প্রচার করেন। ভ্রাম্যমাণ গাড়িতে করে কবিগুরুকে শ্রদ্ধা জানাতে আলোকপাত, করোনা সচেতনার প্রচার, মাস্ক পরুন, দূরত্ব বজায় রাখুন, জমায়েত এড়িয়ে চলুন বার্তা তুলে ধরার পাশাপাশি পথচলতি মানুষ যারা মাস্ক বিহীন অবস্থায় ঘোরাফেরা করছে তাদের হাতে মাস্ক তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে।


সংস্থার এই উদ্যোগে খুশি মহিষাদলবাসী। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে করোনা বিধি মেনে মহিষাদল পঞ্চায়েত সমিতিতে পালিত হয় কবিগুরুর জন্মদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলী দাস, মহিষাদল ব্লকের জয়েন্ট বিডিও বনমালী হালদার , মহিষাদল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মানস কুমার পন্ডা সহ অন্যান্যরা।