Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা--স্বপ্নে হামাগুড়ি ===========সত্যজ্যোতি রুদ্র২১/০৫/২০২১…………………………………………………………সাধারণ সব নির্বাক কণ্ঠেধুলোয় খাচ্ছে গড়াগড়ি ,অভিভাবক উদ্বেগে খায়স্বপ্নের পথে হামাগুড়ি। 
ঘরের কোণে আর কতকালপড়ে রইবে শিশু একা,দিনের…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা--

স্বপ্নে হামাগুড়ি 

===========

সত্যজ্যোতি রুদ্র

২১/০৫/২০২১

…………………………………………………………

সাধারণ সব নির্বাক কণ্ঠে

ধুলোয় খাচ্ছে গড়াগড়ি ,

অভিভাবক উদ্বেগে খায়

স্বপ্নের পথে হামাগুড়ি। 


ঘরের কোণে আর কতকাল

পড়ে রইবে শিশু একা,

দিনের পর দিন শঙ্কা বাড়ে

ছেয়ে আছে নিষ্প্রভ রেখা।


বিহঙ্গী সব  উড়ে বেড়ায়

ডানা দুটোয় রেখে ভার,

যে পাখিটি খাঁচায় বন্দী

কেমনে সে করে সময় পার?


পথে-ঘাটে আকাশ তলে 

ঘুরতে বড়ই ইচ্ছে করে,

সহপাঠী খেলার সাথীর 

হাতের পরে হাতটি ধরে।


গুমোটবদ্ধ জীবন যাপন

লাগছে না আর মোটেও ভালো,

চারিদিকে হাহাকার সব 

দেখছে কেবল আঁধার কালো।


অ্যাপ সংযোগে লেখাপড়া

কানে তালা ইয়ার ফোনে,

পাওয়ারফুল ঐ চশমা চোখে

ইন্টারনেটের অকল্যাণে।


শ্রবণশক্তি  দৃষ্টিশক্তি

দুই-ই যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে,

পিতামাতার স্বপ্ন পূরণ

স্বপ্নেই কেবল গেল রয়ে।


বইয়ের পাতায় অবাধ্যতা 

এক ঘেঁয়েমির যাপন ব্রত,

বিশ্বজুড়ে সন্তান এখন

খাঁচাবদ্ধ পাখির মতো।