সাপ্তাহিক সেরা লেখনী সম্মাননা।বিভাগ - গদ্য কবিতা ।শিরোনাম - অবসর।কবি - অরিজিতা ঘোষ।তারিখ - ২১.০৬.২০২১.
আজ শুধুই অবসর, পরে থাকা ঘরের একটি কোণে।নেই কোন আনন্দ,নেই কোন আকাঙ্খা,শুধুই আছে বয়ে চলা জীবনের ভাড়।।জীবনের পথে পাড়ি দিয়েছি অনে…
সাপ্তাহিক সেরা লেখনী সম্মাননা।
বিভাগ - গদ্য কবিতা ।
শিরোনাম - অবসর।
কবি - অরিজিতা ঘোষ।
তারিখ - ২১.০৬.২০২১.
আজ শুধুই অবসর, পরে থাকা ঘরের একটি কোণে।
নেই কোন আনন্দ,নেই কোন আকাঙ্খা,শুধুই আছে বয়ে চলা জীবনের ভাড়।।
জীবনের পথে পাড়ি দিয়েছি অনেকগুলি বছর।
ব্যস্ততার ভিড়ে হারিয়েছি হাজারো মুহূর্ত।
পরে আছে আজ শুধুই তার স্মৃতি,আর পরে আছে আমার একাকীত্ব।।
একসময় যে সময়ের কাঁটাকে বাঁধতে চেয়েছি নিজের ছন্দে,
আজ সেই সময়ের কাঁটা আমাকে করে পরিহাস।
হেঁসে বাজতে থাকে নিজেরই ছন্দে।।
একসময় যে গতি ছিল জীবনের মূল মন্ত্র,আজ সেই গতিই গেছে হারিয়ে।
জীবনে এসেছে বার্ধক্য, চুল হয়েছে সাদা,
কমেছে জীবনের মূল্য,তাই আজ শুধুই আছে অবচ্ছেদ্যার যন্ত্রণা।
আর আছে অবসরের প্রহর - তবে এই অবসরের নেই কোন মূল্য।
পরে থাকা অবহেলিত আসবাবের ন্যায় ঘরের একটু কোনে।
হয়তো কোনদিন তাও হবে শেষ,স্থান হবে দূরের কোনো হোম।।
তাই আজ প্রশ্ন জাগে মনে,এটাই কি ছিল কাম্য? এটাই ছিল কি অবসরের শেষ পরিণতি?
আসে না কোনো উত্তর,শুধুই ভেসে আসে সময়ের হাঁসি।
যে হাঁসি বুঝিয়ে দিয়ে যায় - একসময় যে গতিকে চেয়েছি নিজের ছন্দে বাঁধতে,
আজ সেই ছন্দই গেছে হারিয়ে।
জীবনে এসেছে অবসর,আর এসেছে একাকীত্বের প্রহর।।
----------------*--------------