সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতাশিরোনাম— আমাদের গ্ৰামকলমে— সঞ্চয়িতা গরাই
আমাদের ঐ গ্ৰামখানিছোট ছোট পাহাড় ঘেরা,সবুজের সমারোহেচারিদিক ভরা।
সারি সারি মাঠগুলো ফসলে ভরপুর,দুই দিকে তার স্রোতস্বিনী বয়ছে কুলুকুল।
জন্মকাল থেকে ছিল তার সনে …
সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতা
শিরোনাম— আমাদের গ্ৰাম
কলমে— সঞ্চয়িতা গরাই
আমাদের ঐ গ্ৰামখানি
ছোট ছোট পাহাড় ঘেরা,
সবুজের সমারোহে
চারিদিক ভরা।
সারি সারি মাঠগুলো
ফসলে ভরপুর,
দুই দিকে তার স্রোতস্বিনী
বয়ছে কুলুকুল।
জন্মকাল থেকে ছিল
তার সনে বাস,
কতই না স্মৃতি আছে
অন্তর জুড়ে আজ।
টিনের ছাউনি স্কুলঘরটি
বেশ নামকরা,
স্কুল টিচার " মা" ছিলেন
অনুশাসনে কড়া।
ছিপ নিয়ে মাছ ধরা
পুকুরের পাড়ে,
বিকেল বেলায় খেলা
ধুলোবালি পরে।
গোধুলিতে পাহাড় কোলে
রবির ঢলে পড়া,
রাখালিয়া বাঁশির সুরে
ধেনুর গোষ্ঠে ফেরা।
পাখিদের কলতান
গাছের ডালে ডালে,
জ্যোৎস্না ভরা রাত যেন
স্নিগ্ধতা উথলে।
জ্যৈষ্ঠ মাসে চারদিন ব্যাপী
চলতো নাম সংকীর্তন,
সেইখানেতে জুটতো যত
গ্ৰামের লোক জন।
দুর্গা পূজায় বসতো মেলা
গ্ৰামের শেষে,
আনন্দেতে মাততাম সবাই
সেইখানেতে এসে।
একান্নবর্তী পরিবারে
ছিল মোদের বাস,
সুখ দুঃখের মাঝে ও
ছিল আনন্দ উল্লাস।
মুক্ত প্রকৃতির
কোল ছেড়ে আজ,
ব্যস্ত শহরের
কোলাহলে বাস।
অতীত শুধুই এখন
মনের আয়নায়,
স্মৃতির রোমন্থন করা
ব্যথা ভরা প্রাণ