Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#শিরোনাম_প্রত্যাহার#কলমে_গৌরী_ঘোষ#তারিখ_১_৬_২০২১*************************মন ভাঙতে লাগেনা তিথি,লাগেনা লগ্ন, থাকেনা নিয়মের বেড়াজাল, তাই মনের হয় অদৃশ্য বলি, নীরবে হয় হালাল।
যতই তুমি আকড়ে ধরো, করবে তিরস্কার, তোমার অঙ্গনে জ্বালবে …

 


#শিরোনাম_প্রত্যাহার

#কলমে_গৌরী_ঘোষ

#তারিখ_১_৬_২০২১

*************************

মন ভাঙতে লাগেনা তিথি,লাগেনা লগ্ন, থাকেনা নিয়মের বেড়াজাল, 

তাই মনের হয় অদৃশ্য বলি, নীরবে হয় হালাল।


যতই তুমি আকড়ে ধরো, করবে তিরস্কার, 

তোমার অঙ্গনে জ্বালবে আগুন,করবে পরিহার।


উন্মাদনায় ভাবিয়ে তোলো যদি পুরনো সব কথায়, 

বলবে মন পাল্টে গেছে নতুন উর্বরতায়।


যতই তুমি ভাসাও নদী,ঝরাও বাদল ধারা, 

কসাই মন বলবে হেসে,পাগল তুমি তাদের মত নাছোড়বান্দা যারা।


নতুন পাড়ায় ঘর বেঁধেছে,সোহাগ স্নানে ফুল বাগিচার মেলা, 

তোমার ছুটির ঘন্টা বলে, নামলো এবার রোদ দুপুরে আমার শেষবেলা।