Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

মনে পড়েতুহিনা চক্রবর্তী ১/০৬/২০২১
মনে পড়ে?সেই বৃষ্টি ভেজা রাত।অবুঝ মনে সবুজ প্রণয়েরপ্রথম ছোঁয়া,প্রথম প্রতিশ্রুতি প্রথম ভুল,প্রথম প্রাপ্তি,প্রথম তৃপ্তি।
মনে পড়ে?
 সেই কৈশোরে ভাঙা নিষিদ্ধ সীমা?যেদিন মায়াবিনী রাতও সিক্ত দেহে মেখেছিলো আ…

 


মনে পড়ে

তুহিনা চক্রবর্তী 

১/০৬/২০২১


মনে পড়ে?

সেই বৃষ্টি ভেজা রাত।

অবুঝ মনে সবুজ প্রণয়ের

প্রথম ছোঁয়া,প্রথম প্রতিশ্রুতি 

প্রথম ভুল,প্রথম প্রাপ্তি,প্রথম তৃপ্তি।


মনে পড়ে?


 সেই কৈশোরে ভাঙা নিষিদ্ধ সীমা?যেদিন মায়াবিনী রাতও সিক্ত দেহে মেখেছিলো আদর,


মাটির বুকজুড়ে আজো লেগে আছে পুরোনো সেই ঘ্রাণ।

ভেজা চুল, শিউলিসুবাস বুক,আর ভীষণ এক টান।


মনে পড়ে?

অন্ধকারের চাদরে ঢাকা ব্যাকুল তৃষ্ণার্ত দুটি মন ছুঁতে চেয়েছিলো ভোরের শিশির।


না ভাঙতে পারিনা, ভাঙতে পারিনি, রেখে যাওয়া তোমার আমার সুবিশাল অন্ধপ্রাচীর।

 


আজকাল আমি কবিদের মত দুঃখ বিলাসী।

নষ্ট সময় আমাকে মাছরাঙার ঠোঁটে আঁটকে থাকা, রুপালি মাছের মত আছড়ে মারে।

আমি নীল রক্ত ছিটিয়ে মরি

কাগজের বুকে,

তবু মুছতে পারিনি সেই জলছাপ

মন থেকে।

 

মনে পড়ে?