Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#দৈনিক_সেরা_কলম_সম্মাননা#বিভাগ_কবিতা#শিরোনাম_শব্দনায়ের_যাত্রিণী#নাম_অজয়_কুমার_দত্ত#১_৬_২০২১
শব্দরা সব উঠেছে সেজে নৌকো হবে বলে~কে হবে এই নৌকোর মাঝি বলতে পারো কি কেউ !ছন্দ লাবণি লুকিয়েছে মুখ বিলোলা বিলাসী সলিলেআমি এখন কপট ব্যস্ত গ…

 


#দৈনিক_সেরা_কলম_সম্মাননা

#বিভাগ_কবিতা

#শিরোনাম_শব্দনায়ের_যাত্রিণী

#নাম_অজয়_কুমার_দত্ত

#১_৬_২০২১


শব্দরা সব উঠেছে সেজে নৌকো হবে বলে~

কে হবে এই নৌকোর মাঝি বলতে পারো কি কেউ !

ছন্দ লাবণি লুকিয়েছে মুখ বিলোলা বিলাসী সলিলে

আমি এখন কপট ব্যস্ত গুণতে নদীর ঢেউ। 


যাত্রী হলে শব্দনায়ের জল ছপছপ ছন্দ

মন্দ লাগে না বাইতে এমন এক নদী ভরা উজানে~

বিনা ছন্দেও দাঁড় টেনে পায় কেউ পরমানন্দ

তেমন ক্ষমতা নেই তো আমার~কার আছে কে জানে!


তুমি হবে নাকি আজকে আমার ছন্দে শীলিত সহেলী?

তবে মুখ লুকিয়ে থেক না কন্যা ঝিরঝির নদীসোঁতে~

রুচিরা ছন্দে চরণধন্য করো শব্দের জলহিন্দোলী

পার করে দেব মাঝি হয়ে আমি বিনা পারানির কড়িতে। 

                           ←♥→

©অজয়